You are viewing a single comment's thread from:
RE: বাস্তব ঘটনা অবলম্বনে ধারাবাহিক গল্প -দালাল(শেষ খন্ড)
আসলে এখন ভাই ভাইয়ের সাথে এরকম এভেলেবেল করে থাকে। জাহিদের ভাই ওর সাথে এত বড় চিট করল কিন্তু নিজের মায়ের সাথে এরকম করলো। আমি আসলে বুঝতে পারিনা মানুষগুলো কেন এরকম। যে বিষয়গুলো আমরা ভাবতেও পারি না সেগুলো একজন মানুষ হিসেবে কিভাবে করে। আর একটা কথা ঠিকই বলেছেন টাকা আমাদের দরকার আছে। কিন্তু এই টাকা যদি জীবনকে ধ্বংসের পথে ডেকে আনে তাহলে কি লাভ।
আপু আমাদের সমাজটা যে কোনদিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। মানুষ টাকার জন্য সব কিছুই করতে পারে। আপনজনেরা আমাদের কাছে থেকে দূরে সরে যায়।