আপু বাহিরে বের হওয়া মানেই খাওয়া দাওয়া আর সে যেই জন্যই হোক না কেন? তবে যাই বলেন আপনার রাজকাচোরি দেখে আমি লোভ সামলাতে পারছি না। এই খাবারের নাম আমি প্রথমবার শুনলাম। এমনকি দেখালামও আর দেখেই খুব খেতে ইচ্ছে করছে। রাজকাচোরি দেখতে যেমন সুন্দর তেমনি বুঝতে পেরেছি খেতেও খুবই মজাদার। দুই বান্ধবী মিলে তো দেখছি প্রচুর খাওয়া দাওয়া করেন। আপু এত খাবেন না মোটা হয়ে যাবেন☺️। ধন্যবাদ সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।