নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব ১৫ তম]❤️
আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ১৫ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
নাটকের প্রথমে দেখা যায় মোড়লের ছেলে রতন জেলে আছে এবং মাইক্রো ড্রাইভারকেউ পুলিশ আটক করে জেল নিয়ে এসেছে। এরপর রতন ড্রাইভারকে বলে এ তুই আমার নামে এই সাক্ষী দিবি না বলবি যে যা করেছিস তুই করেছিস আমি কিছু জানি না। তখন ড্রাইভার বলে আমি মিথ্যা কথা বলতে পারব না যা করেছি আপনার কথামতো করেছি। রতন এই কথা শোনার পরে ড্রাইভারের গায়ে হাত তুলতে যায়। আর তখন ড্রাইভার চিল্লায় পুলিশকে ডাক দেই।
এদিকে দেখা যায় মোড়ল বাড়ির বড় মেয়ে সুলতান প্রাইভেট পড়তে যাচ্ছে সাথে অবশ্য লাঠিয়ান আছে।আবার এদিকে নায়কের দুই বন্ধু রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিল।লাঠিয়ান তাদের দেখে অনেক বাড়াবাড়ি করছিল বিধায় তারা দুজন মিলে লাঠিয়ান কে মার দেই। আর সুলতানা কে বলে বিয়ান সাহেবা এবার অহংকার টা একটু কুমান।
এদিকে দেখা যায় নায়কের সাথে রিমার দুই ভাইয়ের দেখা হয়েছে।সুরুজ এবং তার মেজো ভাই নায়কের অনেক অপমান করে।তারা দুজনে নায়ককে মামলা তুলে নেওয়ার জন্য অনেক হুমকি দেই। কিন্তু নায়ক কোনমতেই তাদের সামনে নরম হয়নি। এদিকে দেখা যায় রিমার মা ও তার বড় ভাবি তার বড় মেয়ে সুলতানাকে বলছে রিমার জামাই রিকশা চালাই। মান সম্মান সব শেষ হয়ে গেল।কি দেখেযে ফকিন্নির ঘরে গেছে রিমা। এই কথা বলতে বলতে সেখানে রিমার ছোটমা গিয়ে হাজির হয় এবং তাদের সবাইকে বলে তোমরা এভাবে বলছ কেন। গরিব হতে পারে তবে তো কর্ম করেই খাচ্ছে চুরি কিংবা ডাকাতি তো করে খাচ্ছে না। এই কথা শুনে মোড়ল বাড়ির বড় বউ বলে আপনার জন্যই তো আজ এত কিছু। সব নষ্টের মূল কারণ হলো আপনি।
এরপর দেখা যায় রিমার ছোট মা টিফিন বাটিতে করে খাবার নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মোড়ল বাড়ির ছোট বউ এর সাথে তার দেখা হয়। তখন ছোট বউ তার চাচী শাশুড়িকে জিজ্ঞাসা করে ছোট মা আপনি কোথায় যাচ্ছেন তখন রিমার ছোটমা বলে সুরুজের জন্য খাবার নিয়ে যাচ্ছি। এই কথা বলে সেখান থেকে চলে যাই। এরপর রিমার শ্বশুর বাড়িতে খাবার নিয়ে হাজির হয় রিমার ছোট মা। রিমা তার ছোট মাকে দেখে খুবই খুশি হয়। রিমা তার ছোটমাকে থাকার জন্য আবদার করে কিন্তু সেটা তো সম্ভব নয় তাই খুব শীঘ্রই সেখান থেকে তার ছোট মা চলে যাই।
এদিকে দেখা যায় সুলতানা মাস্টারের সাথে কথা বলছে আর মাস্টার কে বলছে আজ আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ঠিক সেই মুহূর্তে সেখানে সুলতানের ছোট চাচা চলে আসে। আর সুলতানা কে প্রশ্ন করে কি হচ্ছে এখানে, তখন সুলতানা মিথ্যা কথা বলে আমি স্যারকে পড়াতে বলছি কিন্তু স্যার আমাকে পড়াবে না বলছে।তখন সুলতানার ছোট চাচা মাস্টারকে অনেক বকাঝকা করে। তখন মাস্টার বলে সুলতানা তুমি মিথ্যা কথা বলছ কেন। এরপর সেএখান থেকে মাস্টার চলে যাই।
এরপর রিমার ছোটমা মোড়ল বাড়িতে ফিরে আসে। তখন রিমার মা ও তার বড় ভাবি এবং সুরুজ তাকে প্রশ্ন করে তুমি কোথায় গিয়েছিলে।এখন মোড়লের বউ বলে ওঠে বুঝতে পারছিস না কোথায় গিয়েছিল। তখন সুরুজের মা বলে বুঝতেই যখন পারছো এতো প্রশ্ন করছ কেন।
এদিকে দেখা যায় কোর্টের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং কাঠগড়াতে রতন এবং গাড়ির ড্রাইভার দুজন দাঁড়িয়ে আছে।এরপর নাটকটি আগামী পড়বে দেখিয়ে দেই। এরপরে কি কাহিনী হয় পরবর্তী পর্বে বোঝা যাবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই পরবর্তী পর্বটি আমি আপনাদের মাঝে শেয়ার করব।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | ধনী গরিবের লড়াই পর্ব- ১৫ তম |
পরিচালক | সুলাইমান। |
অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই। |
দৈর্ঘ | ২২ মিনিট ৩৯ সেকেন্ড |
মুক্তির সময় | ১২ আগস্ট ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক রিভিউ |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।
নাটকটি আপনি দেখেছেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।
আজকে আপনি ধনী গরিবের লড়াই নাটকের 15 তম পর্ব শেয়ার করেছেন রিভিউ করে। আপনার এই রিভিউ পড়ার মধ্য দিয়ে অনেক কিছু জানার সুযোগ হলো নাটকটা সম্পর্কে। বেশি ভালো লাগলো এত সুন্দর ভাবে রিভিউ কাজ সম্পন্ন করেছেন দেখে।
নাটকটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখতে দেখতে আজ আপনি ধনী গরীবের লড়াই নাটকের ১৫ তম পর্বটি রিভিউ করে ফেললেন। নাটকটি আমার দেখা হয়নি। এর আগে কয়েকটি পর্বের রিভিউ আমি পড়েছিলাম নাটকটি বেশ ভালো লেগেছিলো। আজকে রিভিউ টিও পড়ে ভালো লাগলো। সুন্দর এবং সাবলীল ভাষায় নাটকটির রিভিউ করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধনী গরিবের লড়াই নাটকটি অনেক সামাজিক এবং শিক্ষানীয়।আপু সময় করে নাটকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।
দেখতে দেখতে আপনি ধনী গরিবের লড়াই নাটকের ১৫ টা পর্ব আমাদের মাঝে শেয়ার করে নিয়েছে। এই নাটকের প্রত্যেকটা পর্ব আমি দেখেছি। আপনার রিভিউ পোস্টের মাধ্যমে পড়তে পেরেও ভালো লাগছে আমার কাছে। রিমার ছোট মা তাদের জন্য অনেক কষ্ট করে খাবার নিয়ে এসেছে, এটা দেখে খুব ভালো লেগেছে। রতন আর ওই ড্রাইভারের কি হবে এগুলো জানার জন্য অপেক্ষায় থাকলাম।
আপনি ধনী-গরিবের লড়াই নাটকের প্রত্যেকটি পর্ব দেখেছেন জেনে খুবই ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।