কিছুদিন আগে সন্ধ্যাকালীন মুহূর্তে শরতের প্রিয় কাশফুলের ফটো ধারণ করেছিলাম। আর সেই মুহূর্তে অনুভব করেছিলাম প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এবং ভালোলাগার মুহূর্ত। দিনের আকাশে ছিল সাদা সাদা মেঘ আর পাশেই ছিল কাশফুলগুলো। তাই গভীরভাবে অনুভব করতে পারছিলাম শরতের দিন। যাই হোক শরৎকে কেন্দ্র করে সুন্দর কবিতা লিখেছেন। বেশ ভালো লাগলো দেখে।