ঝিলের পাড়
কয়েকদিন আগে ব্যক্তিগত কাজে শহরে গিয়েছিলাম। শহরে কমবেশি যেতেই হয়, ওই যে ধরুন মাসে দু একবার মূলত বাজার করা কিংবা নিজের ওষুধ কেনার জন্য। শহরে থাকাকালীন সময়ে যে জায়গাটাতে সবচেয়ে বেশি সময় দিয়েছিলাম, সেটা হচ্ছে ঝিলের পাড়।
সেই ছাত্র জীবন থেকে শুরু করে পরবর্তীতে বিবাহিত জীবন কিংবা বাবুকে নিয়েও বহু সময় কাটিয়েছি এই ঝিলের পাড়ে। বিবাহ পরবর্তী জীবনে খুবই সংক্ষিপ্ত সময় কাটিয়েছিলাম ঝিলের পাড়ে, তবে ছাত্র জীবনের কথা যদি বলতেই হয় তাহলে হয়তো এই ঝিলের পাড়ের সঙ্গে কাটানো সম্পর্কটা একটু বেশিই গভীর ছিল।
কেননা শৈশবের বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রতিনিয়তই সকাল বিকাল দুপুর আড্ডা হতো ঝিলের পাড়ে। তাছাড়া পাশেই বিশাল বড় মাঠ ছিল। সেখানে প্রতিনিয়ত ফুটবল কিংবা ক্রিকেট খেলা হতো। আর যখন খেলা শেষে প্রচুর ক্লান্ত হয়ে যেতাম, তখন আবার এসে ঝিলের ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা শরীর ভেজাতাম।
ভিডিও লিংক
জীবনের সবথেকে সুখকর সময়গুলো হয়তো ঝিলের পাড়েই কাটিয়েছিলাম। তখন যে কত বন্ধুবান্ধব ছিল তার হিসাব ছিল না। আর আজ আমি বন্ধুহীন অবস্থায় আছি । সেদিন যখন ঝিলের পাড়ের পাশ দিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলাম, তখন মুহূর্তেই রিকশা থামিয়ে ঝিলের পাড়ে নেমেছিলাম এবং কিছুটা সময় নিজের মতো করে কাটিয়েছিলাম।
পুরনো স্মৃতিগুলো বারবার ভেসে উঠছিল, শৈশবের বন্ধুদের কথা মনে হচ্ছিল। আজ হয়তো তারা জীবিকার তাগিদে আপন কর্মে, আপন ঠিকানায় ব্যস্ত। তবে তারপরেও দেখুন না, ঝিলের পাড় কিন্তু ঠিক আগের মতই একই স্থানে আছে, তবে মাঝখান থেকে শুধু আমার বন্ধুগুলো হারিয়ে গিয়েছে।
জীবন নিয়ে খুব একটা আফসোস হয় না, যা ফেলে এসেছি সেটা জীবনের বাড়তি পাওনা ছিল আর এখন যা পাচ্ছি তা হচ্ছে বাস্তবতা। শৈশবের বন্ধুরা কে কোথায় আছে তা আমার আপাতত জানা নেই , তবে যে যেখানেই থাকুক ভালো থাকুক, এই কামনাই করি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে মানুষের জীবনটা এমনই ভাই। মানুষ কর্মজীবনে ঢুকলে সবকিছুই এলোমেলো হয়ে যায়। একটা সময় আমাদের বন্ধু বান্ধবের অভাব হয় না। কিন্তু জীবনের পরবর্তী সময়ে হয়তো পরিবার ছাড়া কাউকে ততোটা পাশে পাওয়া যায় না। যদিও সবার ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে। যাইহোক ঝিলের পাড় আসলেই খুব সুন্দর। ভিডিওটা এককথায় দুর্দান্ত হয়েছে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।
সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই হারিয়ে যায় আমাদের জীবন থেকে।যাইহোক এটাই হয়তো কালের নিয়ম,তবে আপনার দেখছি ঝিলের পাড়ের সঙ্গে দারুণ এক যোগসূত্র রয়েছে।জীবনের অনেকটা সময় পার করেছেন এখানে তা স্পষ্ট আর শৈশবের স্মৃতিময় জায়গার কথা ভুলে থাকা যায় না।ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক বলেছেন আপু, শৈশবের স্মৃতি আসলেই ভোলা যায় না।
বাস্তবতা বড়ই কঠিন। সময়ের সাথে সাথে কেমন করে যেন কাছের বন্ধুরা সব দূরে চলে যায়। এক সময়ে যাদের কে না হলে চলতোই না তারা ছাড়া কিন্তু জীবনটা এখন বেশ কেটে যাচেছ। যাই হোক ভাইয়া বেশ সুন্দর করে আজকের পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর একটি ভিডিও গ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
দারুণ মতামত দিয়েছেন, বাস্তবতা বড্ড নিষ্ঠুর।