গ্রামের প্রকৃতির মাঝে থাকতে পারলে ভালো। শহরের এই দালান-কোঠা কার ই বা ভালো লাগে।মানুষ বেশীর ভাগ প্রয়োজনেই শহরে বসবাস করে।ফোন ছিনতাই পড়ে ভাবলাম আপনার ফোন মনে হয় ছিনতাই হয়েছে।এখন পড়ে দেখি এক বড় ভাইয়ের।ফোন ছিনতাই হয়ে গেলে কেমন লাগে তা আমি বুঝি।আমার নতুন একটি ফোন ছিনতাই হয়েছিল।কি যে কষ্ট পেয়েছিলাম বোঝাতে পারব না।এমন পরিস্থিতিতে সত্যি নিজেকে ভীষণ অসহায় লাগে।বড় ভাইটির ও তেমনটাই হয়েছিল।একবার কোন জিনিস হাতছাড়া হলে আর পাওয়া যায় না।
হ্যাঁ আপু যার ফোন ছিনতাই হয় সে, জানে কতটা কষ্ট লাগে। আর হ্যাঁ ওই পরিস্থিতিতে আসলেই নিজেকে ভীষণ অসহায় লাগে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।