💞 " অনলাইন পেইজ থেকে তিন সাইজের তিনটি ব্যাগ নিলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।
অনলাইন পেইজ থেকে তিন সাইজের তিনটি ব্যাগ নিলামঃ
বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি আশাকরি সবার ভালো লাগবে।আমরা মানুষ,আমাদের প্রয়োজনের যেনো শেষ নেই।যতক্ষন বেঁচে থাকা ততক্ষন যেনো প্রয়োজন হতেই থাকে কিছু না কিছুর।এইতো এক মাস আগে বাবাকে হারিয়েছি।আমাদের সবার মন মেজাজ বেশী একটা ভালো নেই।সবাই এখনো শোকের মধ্যে ই আছে।স্মৃতিতে মিশে আছে বাবার অস্তিত্ব। মাথার উপর ছায়াটি আজ আর নেই।বেঁচে থাকবো কষ্ট কে নিয়ে।একদিন এভাবে আমাদেরকে ও বিদায় নিতে হবে এই পৃথিবীর মায়া থেকে।তারপরেও আছি যখন বেঁচে,তখন প্রয়োজন বা দরকারের যেনো কোন শেষ নেই।একটা প্রয়োজন শেষ হলে আবার নতুন কোন কিছুর প্রয়োজন পরে।
এই প্রয়োজন ও দরকার মৃত্যুর আগ পর্যন্ত ই থাকবে।আর তাইতো সেদিন অনলাইন একটি পেইজে ব্যাগ অর্ডার করলাম।কারন রাফ ইউজ করার জন্য ব্যাগের ভীষণ প্রয়োজন হয়ে পরছিল।বাইরে বের হলে সব সময় ছোট ব্যাগ নিলে চলে না।মাঝে মাঝে বড় ব্যাগের দরকার হয়।তাইতো সেদিন বড়,মেজো ছোট তিন সাইজের তিনটি ব্যাগ অর্ডার করলাম।বাইরে বের হলে প্রয়োজনীয় জিনিসগুলোর মতো পানির বোতল নেয়া ও ভীষণ দরকার।পথ-ঘাটের যে অবস্থা ১ ঘন্টার পথ আমরা ৩ ঘন্টায় যাই।এই দীর্ঘ সময়ে অনেক কিছুই প্রয়োজন হয়ে পরে যা আমরা ছোট ব্যাগে ক্যারি করতে পারিনা।আর মনের যে অবস্থা মার্কেটে গিয়ে ব্যাগ কিনব তেমন অবস্থা ও নেই।তাই প্রয়োজন মেটাতেই আর দেরী না করে অনলাইনে ব্যাগ অর্ডার করে নিলাম।ব্যাগ তিনটি তিন সাইজের। কেমন হলো বলেন তো??উপরের ব্যাগটি হচ্ছে বড়।ছেলের স্কুলে গেলে অনেক কিছুই নিয়ে যেতে হয়।তাই এই বড় ব্যাগটি পছন্দ করেছিলাম।
এরপরের ব্যাগটি হচ্ছে মেজো।সব রকমের সাইজের ব্যাগ থাকলে ভালো হয়।কোথায় যাচ্ছি কেনো যাচ্ছি তা নির্ভর করে বড় কিংবা ছোট ব্যাগ নিয়ে বাইরে যাওয়া হয়।তিনটি ভিন্ন ভিন্ন সাইজে ও ভিন্ন ভিন্ন রঙের ব্যাগ নিয়েছিলাম।
এরপরের ব্যাগটি হচ্ছে ছোট ব্যাগ।ছোট ব্যাগ ধারে কাছে কোথাও গেলে আর অল্প সময়ের জন্য হলে বেশ ভালো হয়।তিনটি তিন সাইজের ব্যাগ নিলাম অনলাইন একটি পেইজ থেকে।ব্যাগ তিনটি অর্ডার দেয়ার দুদিন পরই পেয়ে গেলাম হাতে।আমি অফারে তিনটি ব্যাগ নিয়েছি ১৬৭০ টাকা দিয়ে।আর দুটো ব্যাগ নিলে ১১৫০ টাকা দাম পরবে বলেছিল।যাই হোক রাফ ইউজ করার জন্য ব্যাগ তিনটি কিনতে পেরে ভীষণ ভালো লাগলো আমার।আর ভালো লাগা সেই অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আমাদের একেক সময় একেক সাইজের ব্যাগের দরকার হয়। আপনি সবগুলো সাইজের ব্যাগ কিনেছেন দেখে ভালো লাগলো। অফারে খুব সুন্দর ব্যাগ পেয়েছেন। ভালো লাগলো আপনার পোস্ট দেখে।
আজাকাল অনলাইনে বিভিন্ন পেজ বিভিন্ন অফার দিয়ে থাকে। এবং মাঝে সেই অফার বেশ ভালো থাকে। যাদের মার্কেটে গিয়ে কেনে কাটা ঝামেলার মনে হয় তারা অনলাইনেই কেনা কাটা করে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজের তিনটি ব্যাগ কিনেছে।আর তা ছিল অফার প্রাইজে। তবে দেখে মনে হচ্ছে ব্যাগগুলো বেশ ভালই হবে।