You are viewing a single comment's thread from:

RE: রহস্যে ঘেরা ভৌতিক গল্প - জানালার ওপাশে (দ্বিতীয় পর্ব )

in আমার বাংলা ব্লগlast year (edited)

প্রথম পর্বটি পড়ে দ্বিতীয় পর্বটির জন্য একদম উৎসুক হয়েছিলাম যে কখন দ্বিতীয় পর্বটি আসবে। আমাদের সমাজে মানুষ চেনা আসলেই খুব দুষ্কর, কোন মানুষের ভিতরে কোন মনুষ্যত্ব লুকিয়ে আছে এটা বোঝা অনেকটাই কঠিন। ঠিক সেটাই প্রকাশিত হলো আজকে এই পোষ্টের মাধ্যমে। একজন বাবার বয়সী লোক কিভাবে তার মেয়ের বয়সের মেয়ের সাথে এরকমটা করতে পারে। তও আবার শেষ পর্যন্ত মৃত্যু দিয়ে দেয়।আপু "রহস্যে ঘেরা ভৌতিক গল্প - জানালার ওপাশে"এই গল্পটার পরের পর্বটি শেষ পর্ব না হয়ে যদি আরো বেশ কয়েকটি পর্ব নিয়ে আসেন তাহলে আরো বেশি ভালো লাগবে আপু। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84982.12
ETH 2306.74
USDT 1.00
SBD 0.67