সোনার দেশে সোনার ফসল//(কবিতা নং-১১)original poetry by@shahid540
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
হেম ফসলে ভরা মোদের হিরণ্য দেশ
ধারিত্রিতে অনু নাম তার প্রিয় বাংলাদেশ।
যেথায় মেলি আঁখি অবলোকিত শইস্যের জমক
নেত্র ফিরেনা দেখে ফসলের রম্য ক।
সকলে যেনো নৃপেন্দ্র-মহিষী
যবে আসে উঠোনে অধুনা কাঞ্চনময় শস্যের গাড়ি।
ঝানু ঝানু ধান আর ডোলভরা সরষে
অক্ষিকোণেঁ পড়িলে তা শান্তি জাগে চিত্তে।
কথক ক্ষেতের বণিক ক্ষেতে যায় ঊষাতে
দিনভর কষ্টের জোরে ক্ষেতে,মুক্তাময় শস্য মেলে।
ওহে,এ রাজ্যের মাটি যেন কৃষকের ঘাঁটি
শ্লেষ নয় কভু,ইহাই হলো সত্য বাণী।
দেখনা মেলে বাংলার রূপকথার পৃষ্ঠা
পাইবে স্মৃতি!মাটি আর কৃষকের গল্পকথা।
তাদেরই কৃতিত্বে হয়েছে এই ভূমিমাতৃকা
হীরার ন্যায় দামি, সুজলা সুফলা;
যাহাতে হয় পাট,ইক্ষু,ভুট্টা,আলু আর অজস্র সবজি
সোনার দেশে সোনার ফসল হবে অনন্তকাল অব্দি।
কবিতার কিছু কথা:-
আমাদের দেশটা বিশ্ব মানচিত্রের মধ্যে অতি ক্ষুদ্র একটি দেশ হলেও এই দেশের মধ্যে ফলে অসংখ্য সবজি সহ নানা রকম উৎপাদিত ফসল। আর এই মুক্তাময় ফসল উৎপাদন করেন আমাদের দেশের শ্রমজীবী খেটে খাওয়া সেই কৃষক। তাদের হাড় ভাঙ্গা পরিশ্রমের গুনেই কিন্তু আমরা খেতে পারি টাটকা সবজি । খেতে পাই নিজের দেশে ইক্ষু দ্বারা তৈরি হওয়া চিনি। দেশের মাটি সোনার চেয়েও দামি। সুজলা সুফলা ফসলের সমাহার এই দেশেই উৎপাদিত হয় নানাবিধ রপ্তানি মুখী পণ্য। দেখুন না এই যে ধান এসে গেছে। সোনালী ক্ষেত, দেখতেও ভীষণ চমৎকার দেখায়। আর কৃষকের মন এখন আনন্দে মেতে উঠবে এই ধান বাসায় নিয়ে আসলে। শুধু কি ধান?ধান ছাড়াও আরো কত কি উৎপাদিত হয় আমাদের দেশের মাটিতে। যা অন্যান্য দেশগুলোতে প্রায় অসম্ভব। আর এই সোনাময় মাটিতে বিভিন্ন ফসল উৎপাদন করে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশেও রপ্তানি করা হয়। যার মাধ্যমে আমাদের দেশের কৃষি খাতগুলো উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এটা চলবে ঠিক ততদিন পৃথিবী আছে যতদিন। তাইতো বলি মোদের সোনার দেশ। আর সোনার দেশে অবিরত সোনার ফসল হয়েই চলে। সেই মাঠ ফসল কে নিয়ে আজকের লেখা এই কবিতাটি।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
আপনি আজকের ডেইলি টাস্ক কমপ্লিট করেননি। নমিনেশন চালু রাখতে ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করুন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক বা স্ক্রিনশট শেয়ার করুন।
বিস্তারিত: https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
টাস্ক: https://hackmd.io/@rex-sumon/H1bnltPMye
আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে কাজগুলো করতে পারিনি। তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করছি। ধন্যবাদ অবহিত করার জন্য।
ভাইয়া কমপ্লিট টাস্ক✅
বাংলার কৃষকরা অনেক কষ্ট করে ফসল ফলায়। কৃষকরা আমাদের এই দেশকে সোনার দেশ তৈরি করে তুলেছে। ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। দারুন লিখেছেন আপনি। ছন্দ সাজিয়ে প্রত্যেকটা লাইন খুব চমৎকার লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।
অনেক ভালো লাগলো আপনার আজকের এই সুন্দর কবিতা দেখে। দারুন ভাবে আপনি কৃষকের মুখের হাসি ফসল নিয়ে কবিতা লিখেছেন। এখন তো আমাদের দেশে ধান কাটার সময়। আমিও প্রস্তুত রয়েছি সুন্দরভাবে পিঠা তৈরি করার জন্য। ভালো লাগলো কবিতাটা পড়ে।
আসলেই সোনার দেশে সোনার ফসল। হেমন্তকালে যখন মাঠ জুড়ে পাকা ধানের ক্ষেত থাকে দেখতে কি অপূর্ব লাগে। আজ আমি গিয়েছিলাম এই সোনার ফসল দেখতে এবং উপভোগ করতে। কিছু ফটোগ্রাফিও করে নিয়েছি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো। সোনার ফসল, বাংলার কৃষকের মুখের হাসির কারণ সোনার ধান নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি আবৃতি করতে সত্যি অনেক ভালো লাগলো।
আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রতি বছর আমাদের দেশের কৃষকেরা অনেক কষ্ট করে সোনালী ধান চাষ করে থাকে।আর সোনালী ধান ক্ষেতে গুলো আমাদের কে একদম আকৃষ্ট করে তোলে। কবিতার প্রতিটি লাইন একদম অসাধারণ হয়েছে।
আমাদের দেশ কৃষির উপর নির্ভরশীল। কৃষি নির্ভরশীল এই দেশের মাটিতে সোনার ফসল ফলে। আপনি চমৎকারভাবে কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লিখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন হয়েছে।
My X promotion link
নিয়ম গুলো ফলো না করলে নেক্সট থেকে পোস্ট নমিনেশন এ যাবেনা।
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important