ঢাকা শহর আজব একটি শহর। চোখের সামনেই কত কিছু ঘটে করার কিছুই থাকে না। আপনার বা আপনাদের সামনেই মোবাইল ফোন ছিনতাই হলো কিন্তু করার কিছুই ছিল না। আসলে ঢাক শহরে চলাফেরা করতে গেলে চোখ-কান খোলা রেখে, অনেক সাবধানে চলাই ভালো। "মোবাইল ফোন ছিনতাই" এর ঘটনা নিয়ে লেখাটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। বেশ ভালো লেগেছে। লেখাটি অনেককেই সচেতন করবে পথ চলতে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসলেই আপু ঢাকা শহর আজব শহর আর এই কারণেই আমার একদমই ভালো লাগেনা। সবাই যাতে সচেতনতার সাথে চলে সেই কারণেই আমার এই লেখা। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।