You are viewing a single comment's thread from:
RE: "বৃষ্টির দিনে মায়ের স্পেশাল ভালোবাসা"
বৃষ্টির দিন আসলে ভাজাপোড়া জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে, এটা তো ঠিক। বিশেষ করে সেগুলো যদি হয় মায়ের হাতের তাহলে তো কোন কথাই নেই। আমি অবশ্য এই ধরনের বীজ কখনো ভেজে খাইনি, বিশেষ করে কুমড়োর বীজ। এটা যে খাওয়া যায় সেটা আজকেই জানতে পারলাম। যাইহোক, তারপরও ভালো লাগছে এটা দেখে যে, বৃষ্টির দিনে এত সুন্দর একটা আয়োজন নিয়ে তোমরা একসাথে বসেছো সবাই।
কি বলো দাদা,তুমি তো দারুণ জিনিস মিস করছো।কুমড়ো কিনলে এইবার ওর বীজ শুকিয়ে ভেজে খাবে কেমন।এটা যেমন টেস্টি খেতে তেমনি শরীরের জন্য উপকারী, ধন্যবাদ।