You are viewing a single comment's thread from:
RE: রহস্যে ঘেরা ভৌতিক গল্প - নির্জন সেই গ্রামীণ রাস্তা (দ্বিতীয় পর্ব )
নয় বছর ধরে খালি পড়ে থাকা বাড়িতে হঠাৎ করেই মহিলার চিৎকার, এটা তো অবশ্যই ভয়ঙ্কর একটা বিষয়। তবে যে কেউ এই ধরনের চিৎকার শুনলে সাহায্যের জন্য এগিয়ে আসতই। এক্ষেত্রে তারা যে বাইক থেকে নেমে দেখতে গেছে, এটা একদমই নরমাল। এখন দেখা যাক, পরবর্তী পর্বে তারা বাড়ির ভিতর গিয়ে ভয়ঙ্কর কিছু দেখতে পায় কিনা। আজকের পর্বটাও অনেক বেশি সুন্দর ছিল আপু।