আপু, আপনার গল্পটির নিচের অংশ না পড়লে তো বুঝতেই পারতাম না যে এটা আপনার সাথে ঘটেনি। হা হা হা... তবে এরকম ঘটনা কিন্তু বাস্তব জীবনেও হয়। অনেকেই মাঝ রাতে বড় গাছ দেখে দানব মনে করে। তাছাড়া রাত্রিবেলা কোথাও সাদা কাপড় টানানো থাকলে সেটাকে দেখে মনে করে সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। গ্রামাঞ্চলের মানুষ সাধারণত এগুলোতে বেশি ভয় পায়। তবে গল্পটার ভিতর বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল আপু।