You are viewing a single comment's thread from:
RE: প্রকৃতি কণ্যা সিলেট ভ্রমন পর্ব -০১
সিলেট অনেক সুন্দর একটি জায়গা এবং আপনি তাকে প্রকৃতি কন্যা বলে আখ্যায়িত করলেন বেশ ভালো লাগলো ভাইয়া। আমার একটা প্রশ্ন সিলেট কি কন্যা বলা হচ্ছে কেন?সিলেট তো পুরুষও হতে পারে। সুনামগঞ্জ জায়গাটা বেশ সুন্দর ভাইয়া। আমি ওখানে ছিলাম এবং চারিদিকে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আমাকে মুগ্ধ করছিল এবং সিলেটের রাস্তা গুলি অপরূপ সৌন্দর্যময়। যাক বেশ ভালো লাগলো ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে আপনারা সকাল সকাল বাইক নিয়ে চারজন বের হয়েছেন। খুব ভালো একটি উদ্যোগ ভাইয়া। রেইনকোট পরিধান করে যাত্রা শুরু করেছেন। যাই হোক না কেন যাত্রা থামানো যাবে না। ভোলাগঞ্জ সাদা পাথর তো অনেক সুন্দর ভাইয়া। যেহেতু ওখানে আমি ভোগান্তির শিকার হয়েছিলাম।আপনাদের মাঝে ভোলাগঞ্জের পর্ব শেয়ার করব অবশ্যই দেখবেন।অনেক ভালো লাগলো আপনার ভ্রমণ কাহিনীটি পড়ে
প্রকৃতি কন্যা বলে আমি আখ্যায়িত করিনি ।একটি পর্যটন স্পটে গিয়ে দেখি ওইখানে লেখা সিলেট কে প্রকৃতি কন্যা বলা হয়েছে।