You are viewing a single comment's thread from:
RE: সাদাপাথর ভ্রমন|| ধলাই নদীর সৌন্দর্য||সিলেট
সিলেট, ভোলাগঞ্জ সাদাপাথর গিয়েছিলাম ভাইয়া। আমার ভীষণ ভালো লেগেছিল জায়গাটি। ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। দুঃখের বিষয় ভাইয়া, আমরা সেদিন নৌকার টিকিট পায় নাই। ভীষণ খারাপ লাগছিল। আমিও নদীর সৌন্দর্যটা বেশ চমৎকারভাবে উপভোগ করেছি। আমাদের উচিত মাঝেমধ্যে যদি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ঠিক ভালো লাগে অনেক। নদীর পানির কালার টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে ভাইয়া। আমি পানিতে নেমেছিলাম, পানি ভীষণ ঠান্ডা ছিল। বালি এবং পাথরের একটি মাঠপাড় দিয়ে আমাদের যেতে হয় সাদা পাথর এবং আমি হেঁটে গিয়েছিলাম। ভীষণ ভালো লেগেছিল জায়গাটি ভাইয়া, অত্যন্ত সুন্দর ভাবে আপনি তুলে ধরেছেন আমাদের মাঝে।