You are viewing a single comment's thread from:
RE: DIY(এসো নিজে করি) || বৃত্ত ও চতুর্ভুজ দিয়ে নকশা অঙ্কন || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
অনেক সুন্দর কথা বলেছেন ভাইয়া। তবে আমার ক্ষেত্রে আমি সব কিছুতে নতুনত্ব আনতে চেস্টা করি। আমি রেফারেন্স হিসাবে কিছু দেখে সাহায্য নেই। কিন্তু ডিজাইন এ পরিবর্তন করে বানাই। যেটা দাদা বলেছে তার পোস্ট এ। বলেছিলো রান্নার বিষয়ে তবে আমি সব ক্ষেত্রেই এটা ফলো করি। যদিও টিউটোরিয়াল পোস্ট গুলা বানানোই হয় শেখানোর জন্য। তাও আমি নিজের মত ডিজাইনে অনেক পরিবর্তন আনি আরকি। দাদার ওই কথা টা সব ব্যাপারেই রাখার চেস্টা করি আরকি। তবে হ্যা অনেকে আছে হুবহু অন্যের জিনিশ দেখে সেম জিনিশ বানিয়ে নিজের বলে চালিয়ে দেয়। এটা অবশ্যই দোষের। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মতামত এর জন্য।