DIY(এসো নিজে করি) || একটি ফুলের নকশা অঙ্কন || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



প্রথমেই সবাইকে জানাই নতুন বছর এর শুবেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার বানানো আরো একটি নকশা। এটিকে ফুলের নকশা বলা চলে। তো চলুন শুরু করা যাক।


IMG_20220114_121744.jpg

আমার নকশার চূড়ান্ত ফলাফল।

images (17).jpeg

উপকরণ

একটি আর্ট করতে অনেক উপকরণ এর ই প্রয়োজন হয়। আমি যেহেতু নকশা আঁকবো তেমন বেশি কিছুর দরকার নেই আবার কম জিনিশ ও না। তো চলুন যা যা দরকার -

  • A4 সাইজ এর পেপার
  • পেনসিল (2B, HB)
  • পেনসিল কম্পাস
  • মার্কার
  • রাবার
  • শার্পনার
  • স্কেল

IMG_20220114_110233.jpg

আমার উপকরণ গুলো।


images (17).jpeg

ধাপ-১

IMG_20220114_111023.jpg


প্রথমে আমি আমার A4 কাগজে স্কেল আর মার্কার ব্যবহার করে চারদিক থেকে মার্জিন টেনে দেই। আজ একটু অন্যভাবে আঁকবো। এই ডিজাইন টা আমি ইউটিউব থেকে অনুপ্রানিত হয়ে করেছি। তবে আমি আমার ডিজাইনে অনেক পরিবর্তন এনেছি।



ধাপ-২

IMG_20220114_111357.jpg


তারপর আমি পেনসিল কম্পাস এর সাহায্যে কাগজ টির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ৪ টি বৃত্ত আঁকি। এগুলার ভিতরই ফুলের পাতা আঁকবো।


IMG_20220114_112553.jpg


এর পর আমি ভিতর থেকে ২ নাম্বার বৃত্ত এর উপর ফুলের পাপড়ি গুলো অঙ্কন করে ফেলি। আমি তেমন ভালো আর্ট পারিনা তাই সব পাপড়ি এক সমান হয়নি। ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



ধাপ-৩

IMG_20220114_113237.jpg


এবার ৩য় বৃত্ত হতে আরেকটু বড় পাপড়ি গুলো এঁকে ফেলি।


IMG_20220114_114247.jpg


এবার লাইন গুলো গাঢ় করলাম। আর অতিরিক্ত অংশ রাবার দিয়ে মুছে দিলাম।


ধাপ-৪

IMG_20220114_115155__01.jpg


এবার মধ্যখানে আমার নিজের মত একটু ডিজাইন করলাম আর ছোট্ট ফুল আঁকলাম একটি।



ধাপ-৫

IMG_20220114_115653.jpg


এবার আমি ৪ পাশে একই রকম এর ডিজাইন এঁকে আমার নাম দিয়ে দিলাম এক কোণায়।



ধাপ-৬

IMG_20220114_120057.jpg


তারপর আমি পাপড়ির পাশের অংশ গুলো মার্কার দিয়ে ভরাট করতে থাকি। এভাবে পুরো নকশা অঙ্কন শেষ করি।



আমার নকশা

IMG_20220114_121620.jpg


IMG_20220114_121645.jpg


IMG_20220114_121649.jpg


IMG_20220114_121658.jpg


IMG_20220114_121816.jpg


IMG_20220114_122429.jpg

আমার নকশার সাথে আমার সেলফি।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 3 years ago 

ভাইয়া ফুলের নকশা অঙ্কন টি আমার কাছে খুব ভালো লেগেছে।
পেনসিল কম্পাস,মার্কার কলম দিয়ে দারুণ ভাবে নকশা অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর হয়েছে ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর নকশা অংকন করে আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

কালো কলম দিয়ে নকশা অংকন করার কারণে দেখতে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। মাঝখানে বৃত্ত টার মধ্যে ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে দেখে। সত্যিই নকশী কাঁথার মধ্যে এই নকশা করলে দেখতে আসলেই অনেক সুন্দর দেখা যাবে। এক কথায় বলতে গেলে অসাধারণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত এর জন্য।

 3 years ago 

কলম দিয়ে খুবই সুন্দর একটি আর্ট করেছেন । এটা দেখতে খুবই ভালো লাগছে বিশেষ করে মাঝখানের ফুলটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

➡️একটি ফুলের নকশা অঙ্কন খুব সুন্দর হয়েছে। আমার সত্যিই অনেক ভালো লেগেছে। নিজেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে বর্ণনা করেছেন। আপনার বর্ণনা আমার খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভকামনা রইলো।

 3 years ago 

ফুলের নকশা অংকন খুব সুন্দরভাবে করেছেন। এবং প্রত্যেকটি ধাপ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক নিখুঁতভাবে অঙ্কন করেছেন খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের নকশা অঙ্কন করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু। সুন্দর মতামত এর জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি ডিজাইন করেছেন ভাইয়া। কালো কলম দিয়ে করাতে বেশি সুন্দর দেখাচ্ছে। বুঝতে পারছি আপনি অনেক কষ্ট করে এই আর্ট করেছেন। সত্যি অনেক ভালো লাগলো আপনার আর্ট। এরপরে আরো আর্ট দেখার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ধন্যবাদ আপু। দোয়া করবেন যেনো আরো সুন্দর আর্ট দিতে পারি আপনাদের।

 3 years ago 

খুবিই দারুন একটা আর্ট করছেন, একটা আর্ট করতে অনেক দক্ষতা এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।আপনার মধ্য সেই দক্ষতা এবং ধৈর্য্য রয়েছে। প্রতিটা ধাপ অনেক অনেক সুন্দর করে উপস্থাপন করছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাই আপনার অঙ্কন করা ম্যান্ডেলা চিত্রটি অনেক সুন্দর হয়েছে।বিশেষ করে ম্যান্ডেলা চিত্রের নকশা বেশ সুন্দর ফুটিয়ে তুলেছেন।চিত্র অঙ্কন করার পদ্ধতিও ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই। আপনার জন্য ও শুভকামনা রইলো।

অসাধারণ একটি ফুলের আর্ট করেছে আর টি দেখতে অনেক সুন্দর লাগছে।।আর আপনার উপস্থাপনাটা অনেক বেশি সুন্দর ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুবই সুন্দর একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে নকশা টি ধাপে ধাপে সুন্দর বর্ণনা দিয়েছেন শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86256.14
ETH 2356.71
USDT 1.00
SBD 0.67