কক্সবাজার নিয়ে অনেক সুন্দর একটি ব্লগ আপনি লিখেছেন। আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে কি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে চলে প্রতিনিয়ত আমাদের সঙ্গে লেগে থাকুন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
কক্সবাজার নিয়ে আপনি যে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি কারণ সচরাচর আমরা এসব জায়গায় যেতে পারি না। তাই এই পোষ্টের মাধ্যমে কিন্তু আমি সেখানে কার সম্পর্কে সব কিছুই দেখতে পাচ্ছি এবং আপনি সেখানে যেভাবে ঘোরাঘুরি করেছেন সবগুলোই বর্ণনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার পোস্টটি অসাধারণ হয়েছে।
@periods, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে সর্ব প্রথম আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে৷
👉পরিচিতিমূলক পোস্ট এর নিয়মঃ
একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার নিজের ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। যেখানে আপনার সম্পর্কে তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আর পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।
কক্সবাজার নিয়ে অনেক সুন্দর একটি ব্লগ আপনি লিখেছেন। আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে কি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে চলে প্রতিনিয়ত আমাদের সঙ্গে লেগে থাকুন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই @sagor1233
কক্সবাজার নিয়ে আপনি যে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি কারণ সচরাচর আমরা এসব জায়গায় যেতে পারি না। তাই এই পোষ্টের মাধ্যমে কিন্তু আমি সেখানে কার সম্পর্কে সব কিছুই দেখতে পাচ্ছি এবং আপনি সেখানে যেভাবে ঘোরাঘুরি করেছেন সবগুলোই বর্ণনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার পোস্টটি অসাধারণ হয়েছে।
@periods, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে সর্ব প্রথম আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে৷
👉পরিচিতিমূলক পোস্ট এর নিয়মঃ
একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার নিজের ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। যেখানে আপনার সম্পর্কে তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আর পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।
নিচের পোস্ট লিংক থেকে ধারণা নিতে পারেনঃ
👉পোস্ট লিংক
আশা করছি সকল নিয়ম মেনে একটি পরিচয়মূলক পোস্ট করে আমার বাংলা ব্লগ এ যাত্রা শুরু করবেন। ধন্যবাদ।
আপনার লেখাগুলো সন্দেহজনক। এছাড়া আপনি যেই ফটোগুলো ইউস করেছেন ,সেগুলো কপিরাইট ফ্রী নয়। আপনি ঠিক ঠাক সোর্স ও ব্যাবহার করেননি। আপনার পোস্ট mute করা হচ্ছে। কমিউনিটির নিয়ম কানুন আগে পড়ে নিন।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://www.tour.shubhobangladesh.com/%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%88%E0%A6%95%E0%A6%A4/
Source:
http://easyrooms.com.bd/?rf=Hotel&id=OTg=
Source:
https://www.pinterest.com/pin/758434393480962161/