You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ এর "সুপার বিডি হিরো"ফটোগ্রাফিতে তার কাছে, সবাই নাকি জিরো,,~~।

in আমার বাংলা ব্লগ2 years ago

বাহ্ ছোটভাই কে নিয়ে খুব সুন্দর লিখেছেন দিদি। এটা একদমই ঠিক যে একজন মা তার সন্তানকে যতটা চিনবে ততটা আর কেউই চিনতে পারে না।আর আপনার লেখা থেকে বোঝআ যায় আপনার সাথে আপনার ছেলেদের বন্ডিং কতটা গাঢ়।ছোটভাইয়ের সাথে যদিও আমার পরিচয় হয় নি। তবে বড় ভাইয়ের সাথে কথা বলে দেখেছি খুবই হেল্পফুল। সবটাই আপনার দেওয়া শিক্ষা। অনেক বড় হোক ওরা দুজনই।

Sort:  
 2 years ago 

আসলে ওরা দুজনেই খুবই হেল্প ফুল। এবং খুবই ভালো। অতিসাধারণ। আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরেছি। কিন্তু এতো ভালো ছেলে আর কাউকে সেভাবে দেখা হয়নি। দোয়া করবেন। ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। অর্থাৎ ভালো মানুষ হয়ে নিজের পরিচিতি অর্জন করতে পারে। ধন্যবাদ দিদি। পাশে থাকার জন্য।♥♥

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86256.14
ETH 2356.71
USDT 1.00
SBD 0.67