না পাওয়া ভালোবাসা

love-1281655_1920.jpg

Source

পৃথিবীতে অনেক কম মানুষ রয়েছে যেসব মানুষেরা নিজের ভালোবাসার মানুষকে নিজের করে নিতে পেয়েছেন। বাদবাকি সবাই সেই বিষয় থেকে বঞ্চিত হয়েছে। আপনি যাকে ভালবাসেন সে অন্য কারো হয়ে যায়, এটাই দিন শেষ বাস্তব সত্য কথা। আমরা যখন ভালবাসি তখন আমরা সামনে পেছনে কিছুই দেখি না। শুধুমাত্র সেই মানুষটাকে দেখি যাকে দেখে নিজের কাছে ভালো লাগে, যার কথা শুনতে অসম্ভব সুন্দর লাগে, যার সাথে সময় কাটাতে নিজের কাছে ভালো লাগে এটাই তো প্রকৃত ভালোবাসার সংজ্ঞা, তাই নয় কি।

ভালোবাসা আবার অনেক প্রকার হতে পারে। একতরফা ভালোবাসা হতে পারে দুইতরফা ভালোবাসা হতে পারে কিন্তু সবথেকে খারাপ লাগার বিষয়টি হচ্ছে আপনি যাকে ভালোবাসেন সে আপনার কখনোই হবে না। এটা যেনেও তাকে অসম্ভব ভালবেসে যাওয়া এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে বলুন। একবার জীবনে অনেকবারই ভালোবাসা যায় কিন্তু ভালোবাসার মানুষ কে যদি নিজের করে নিতে না পারি সেটাই হচ্ছে চরম ব্যর্থতা। তবে এই ব্যর্থতা যে আপনার জন্য চিরস্থায়ী তা কিন্তু নয়। ভালোবাসার মানুষ এর বেদনা ভালোবাসার মানুষ দিয়ে পূরণ করা সম্ভব হলে আমি মনে করি।

হয়তো আপনার ভালোবাসার মানুষ অন্য কারো সাথে অনেক ভালোই আছেন তাহলে আপনি কেন ভালো থাকবেন না? নিজের কাছে প্রশ্ন করুন? নিজের কাছেই উত্তর পেয়ে যাবেন। সে যদি ভালো থাকতে পারে তাহলে আপনাকেও ভালো থাকতে হবে। নিজের পরিবারকে সুখে রাখতে হবে, এর জন্য আপনার যা যা করা প্রয়োজন আপনাকে করতে হবে। তাহলে দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 5 days ago 

আজকে আপনার জেনারেল রাইটিং পোস্ট করে ভীষণ ভালো লাগলো। সুন্দর একটি বিষয় নিয়ে জেনারেল রাইটিং লিখেছেন। একতরফা ভালোবাসাগুলো সব থেকে বেশি কষ্টদায়ক হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 days ago 

ভালোবাসা সত্যিই এক রহস্যময় অনুভূতি, যা কখনো সুখ এনে দেয়, আবার কখনো কষ্টের গভীর সাগরে ডুবিয়ে দেয়। সব ভালোবাসাই সফল হয় না, কিন্তু তার মানে এই নয় যে জীবন থেমে থাকবে। যার ভালোবাসা আমাদের জন্য নির্ধারিত নয়, তাকে হারানো কষ্টদায়ক হলেও, সামনে এগিয়ে যাওয়াটাই জীবনের প্রকৃত শিক্ষা। সুখ খুঁজে নিতে হয়, আর নিজের ও পরিবারের জন্য ভালো থাকার চেষ্টাই আসল শক্তি। সুন্দর একটি পোস্ট শেয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84168.37
ETH 2275.93
USDT 1.00
SBD 0.68