You are viewing a single comment's thread from:

RE: তাজমহলের কিছু বিতর্ক।।১১ নভেম্বর ২০২৪

in আমার বাংলা ব্লগ12 days ago

এই বিষয়টা নিয়ে আমি লিখব অনেক দিন থেকেই ভেবেছি। কিন্তু যেহেতু ধর্মীয় কথা উঠে আসবে তাই আর এগোইনি৷
তবে আগ্রার বর্তমান গাইডরা বলে শাহজাহানের আসলেই স্থাপত্য তৈরির নেশা ছিল, সে কালের ইতিহাসে স্থাপত্যের মাধ্যমেই অমর হয়ে থাকতে চাইত৷ তাই সাদা মার্বেলের তাজমহল শেষ হবার পরেই তার পাশাপাশি কালো মার্বেলের তাজমহল তৈরি করতে শুরু করেন। এদিকে অর্থনৈতিক অবস্থা তখন হালকা হয়ে যাচ্ছে। ঔরঙ্গজেব বাধ্য হয়ে শাহজাহানকে জায়গা থেকে রোধ করে সরিয়ে দেন।

আবার এও শোনা যায় সাদা মার্বেলের তাজমহল শাহজানের তৈরি নয় বলেই আরো একটা তাজমহল বানিয়ে উনি নিজের নাম উজ্জ্বল করতে চেয়েছিলেন।

আসলে ইতিহাস আমরা যা পড়ি পুরোটাই ম্যানুপুলেটেড। সত্য ঘটনা আমরা কতটুকুই বা জানি। যারা লিখে গেছেন তারাও যে সত্যি লিখে গেছেন কারো কোনো প্রমাণ নেই। কারণ যে রাজা রাজত্ব করছেন তার সম্পর্কে ভুল কথা বা নিন্দে মন্দ করে যাবেন এই সাহস কোন কালেই কোন লেখকদের ছিল না। তোষণ নীতি তো যুগে যুগেই আছে।

যাইহোক অনেক কিছু বলে ফেললাম আপনার আর্টিকেলটা পড়ে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 97772.99
ETH 3406.15
USDT 1.00
SBD 3.27