গ্রামের মেঠোপথে
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- গ্রামের মেঠোপথে
- ১৯,নভেম্বর ,২০২৩
- রবিবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। যতদিন গ্রামের বাড়িতে থাকি ততদিন এদিক সেদিকে ঘুরাঘুরি করতেই থাকি। নতুন নতুন রাস্তা আবিষ্কার করা আমাদের যেন এক নেশা এবং নতুন সৌন্দর্য খুঁজে বেড়ানো এক ধরনের নেশা হয়ে গিয়েছে। আমাদের ভালোলাগে নিরব প্রকৃতি যেখানে নিরিবিলি বসে প্রকৃতি উপভোগ করা যাবে। ভালো লাগে নদীর পাড়ের সৌন্দর্য। যে রাস্তা দিয়ে খুব সহজে বাইক চালানো যাবেনা সে সকল রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগে।
অ্যাডভেঞ্চারপূর্ন রাস্তা দিয়ে চলাচল করতে বেশি মজা। আজকে শেয়ার করবো এমন একটি রাস্তা যেটা গ্রামের মেঠো পথ ধরে চলে গিয়েছে অন্য একটি এলাকায়। রাস্তায় বালি আছে ধোলা আছে এই ধুলাবালির মাঝে বাইক চালাতে বেশ কষ্টকর। বিশেষ করে বালির মাঝে বাইক চালাতে গেলে কন্ট্রোল হারিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তবে এখানে বাইক চালাতে আমার খুব বেশি মজা লাগে। এমন নিরব প্রকৃতির মাঝে হারিয়ে যেতে খুব ইচ্ছে করে। আমরা সাধারণত গ্রামের বাড়িতে গেলে যারা একসাথে ঘুরে বেড়ায় বিকেল হতে না হতেই সবাই একটি জায়গায় হাজির হয়। তারপর হুট করে যে কোন জায়গাতে চলে যায়। আজকে আপনাদের মাঝে শেয়ার করব হঠাৎ করে যাওয়া একটি জায়গা যা নীরব বলা যাবে না কিন্তু সৌন্দর্যটা বেশ ভালো ছিল। এটা সাধারণত চর এলাকা বলে। যখন বর্ষা মৌসুম থাকে তখন নদীতে পানি থাকলে আশেপাশের সকলে এলাকায় পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়।
নামার সময়
Device : Realme 7
What's 3 Word Location :
আমরা যে রাস্তা দিয়ে নিচের থেকে নামছিলাম উঁচু ছিল। ধুলাবালির রাস্তা উপর থেকে নিচে নামাটা ঝুঁকিপূর্ণ একটু এলোমেলো হলে পরে যাব। বিশেষ করে যদি সামনের ব্রেকে চাপ পড়ে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমরা জায়গাটা খুব সাবধানতার সাথে নেমে সমতলভূমিতে চলে আসি। আমার কিছু তো এগোতেই বাম পাশে তাকাতেই পশ্চিম আকাশে সূর্য তখন ঢলে পড়েছে এবং আকাশটা বেশ ভালো লাগছে।
পশ্চিম আকাশে রক্তিম সূর্য।
Device : Realme 7
What's 3 Word Location :
বর্ষা মৌসুমী জায়গাটি পুরা পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আমরা তখন নৌকা নিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করি। তবে এখন আমরা বাইক নিয়ে ধুলাবালির সাথে এর সৌন্দর্য উপভোগ করবো। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি মোটরসাইকেল একটু জোরে চালালে রাস্তাটা ধুলায় অন্ধকার হয়ে যাবে। যেহেতু আমাদের সাথে আরো মোটরসাইকেল ছিল তাই আমরা আস্তে আস্তে এগোতে থাকি যাতে কেউ ধোলায় অন্ধকার না হয়ে যায়।
মহিষের গাড়ি
Device : Realme 7
What's 3 Word Location :
অনেকদিন পর দেখা মিললো একটি মহিষের গাড়ি ।সাধারণত চর এলাকা এসব গাড়ির দেখা বেশি মেলে। চর থেকে বিভিন্ন ধরনের মালামাল এই গাড়িতে করেই নিয়ে আসে। কারণ সেখানে তো আর অন্য ধরনের গাড়ি যাতায়াত করতে পারে না। বিশেষ করে শীত মৌসুমে যখন চরের মাঠঘাট সরিষা দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তখনই এলাকাতে ঘোরাঘুরি করতে আরও বেশি ভালো লাগবে।
মেঠোপথ
Device : Realme 7
What's 3 Word Location :
গ্রামের মধ্য দিয়ে ধুলাবালি রাস্তা দিয়ে অতিক্রম করতে করতে আমারা একটি নতুন জায়গা সন্ধান পাই। এর আগে শুনেছিলাম নতুন ইটের ভাটা হয়েছে কিন্তু যাওয়া হয়নি সেদিন হুট করেই রাস্তা ধরে এগোতেই সেই ইটের ভাটার দেখা মিলে। ভাটা তৈরি করেছে অনেক বড় এরিয়া জুড়ে আমরা এই মেঠো পথ ধরে এগোতে সে ভাটায় চলে যায়।
উঁচু স্থান থেকে।
Device : Realme 7
What's 3 Word Location :
ভাটার এরিয়া যেখান থেকে শুরু তার এই পাশেই মাঠি গাদি দিয়ে ছোটখাটো একটি পাহাড় তৈরি করে রেখেছে। এই মাটি দিয়ে সাধারণত ইট তৈরি করা হয়। তাই আমরা বাইকটা রেখে দৌড়ায়ে মাটির পাহাড়ে উঠে যায়। উপর থেকে আশেপাশের পরিবেশটা বেশ ভালো লাগছিল। উপর থেকে এক নজরে দেখা যাচ্ছিল ভাটার কর্মচারীদের কাজ করার মুহূর্তগুলো। তারা একের পর এক কাঁচা মাটি থেকে ইট তৈরি করছে এবং সেগুলো সাজিয়ে রেখে দিয়েছে।
ইট সাজিয়ে রেখেছে।
Device : Realme 7
What's 3 Word Location :
এই ইটের ভাটাতে একসাথে অনেক শ্রমিক কাজ করে। কারোর দায়িত্ব মাটিগুলো প্রসেস করা, আবার কারোর দায়িত্ব ওই মাটিগুলো এনে যারা ইট তৈরি করছে তাদের কাছে দেওয়া। তারা ইট তৈরি করে রেখে দিচ্ছে এবং কিছু কিছু মানুষের দায়িত্ব এক দিন পর হয় ইটগুলো উল্টায়ে দেওয়া। ইট গুলো যখন রোদে শুকিয়ে যাবে তখন এগুলো আগুনে পুড়িয়ে পরিপূর্ণ ইটে তৈরি করা হবে।
চা।
Device : Realme 7
What's 3 Word Location :
আমরা যেখানেই ঘুরতে যাইনা কেন খাবার হিসেবে আমারা প্রথমেই খুঁজি রং চা। আমরা যারা ঘোরাঘুরি করি তাদের সবারই পছন্দ রং চা। এমন মুহূর্তে পড়ন্ত বিকেলে হালকা শীতল আবহাওয়া রং চা খেতে সত্যি অনেক ভালো লাগে। ওখানে গিয়ে দেখি পাশে একটি দোকান রয়েছে দোকানে আমরা চা অর্ডার করি। কিছুক্ষণের মধ্যেই যা আমাদের কাছে পৌঁছে দেয়। এমন পরিবেশে যা বেশ অসম্ভব ভালো লাগছিল তিনি বেশ ভালো চা বানিয়েছিল। বিকেলের সময়টা অসম্ভব সুন্দর ছিল এই পরিবেশটা আমাদের সবার কাছে বেশ ভালো লেগেছিল। বিশেষ করে কর্মজীবী মানুষের কাজ করার ধারা এবং যারা ইটের ভাটায় আগুন দেয় অর্থাৎ যারা প্রাণের দায়িত্ব পালন করে তারা অনেক দূর-দূরান্ত থেকে আসে তাদের সাথে বেশ গল্প করে ভালো লাগছিল। আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে সেই পর্যন্ত সাথেই থাকুন।
আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামে যে কেউ গেলে তার মায়ায় পড়ে যায়। মামা তুমি তো অনেক আগে থেকেই আমাদের গ্রামের মায়ায় পড়ে আছো। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছ তোমার মাধ্যমে আমাদের গ্রামের সৌন্দর্য দেখে খুবই ভালো লাগলো। তোমার ফটোগ্রাফি দেখে ইচ্ছা জাগছে এখনই বাড়ি চলে যাই।
আসলে গ্রামটা অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চলো যাই ছুটে চলে বাড়িতে দেখে আসি সৌন্দর্য। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
ভাই আপনার গ্রামের মেঠো পথের ফটোগ্রাফি দেখে সেই আগের কথা মনে পড়ে গেল। একটা সময় আমাদের পল্লী গ্রামে এমন কাদামাটি রাস্তা ছিল। তবে সেসব দিন গুলো ছিল খুবই সুন্দর। গ্রামে মেঠো পথের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
এখন তো এমন রাস্তা খুঁজেই পাওয়া মুশকিল। তবে যে রাস্তা দিয়ে চলাচল করেছি এ রাস্তাও বৃষ্টি হলে কাদা হয়ে যায়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
গ্ৰামের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভরে যায়। এই সৌন্দর্য যেন বারবার আমাদের গ্ৰামে নিয়ে যায়। আপনাদের গ্ৰামের এত সুন্দর মাটির তৈরি মেঠোপথ দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন এমন রাস্তা ছিল কিন্তু এখন আর সেই রাস্তা দেখা যায় না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।
জি আপু এখন আর এ ধরনের রাস্তা খুঁজে পাওয়া যায় না। আসলে গ্রামের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
গ্রামের মেঠো পথে বাইক নিয়ে ঘুরতে বেশ ভালই লাগে। গ্রামের মেঠো পথে বাইক নিয়ে ঘোরা মানে অ্যাডভেঞ্চারে যাওয়া। বন্ধু ফটোগ্রাফিগুলো তো জোস হয়েছে। বন্ধু গ্রামের মেঠো পথ গুলো বেশ সুন্দর লাগছিল। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।
এমন রাস্তায় সত্যি মোটরসাইকেল চালাতে বেশ ভালো লাগে। আমার ফটোগ্রাফি গুলো তোর ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো রে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
গ্রামের মেঠো পথে প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর লাগছে। গরুর গাড়ির ফটোগ্রাফিটি বেশি ভালো লাগছে। গ্রামের মেঠো পথের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুবই মনোমুগ্ধকর। এত সুন্দর মেঠো পথ দিয়ে হেটে যেতে যেতে কার না ভালো লাগে। এত সুন্দর সুন্দর মেয়েটা পথের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপু এটা গরুর গাড়ি নয় মহিষের গাড়ি। ঠিক বলেছেন এরকম রাস্তাতে হাটাহাটি করতে বেশ ভালো লাগে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
গ্রামের প্রকৃতি দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। কারণ আমি বসবাস করেছি। আর গ্রামের এই মেঠো পথের দৃশ্য গুলো আজকে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে ভাইয়া গ্রামে বসবাসের মত মজা আর কোথাও পাওয়া যাবে না। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।
বালির মধ্যে বাইক চালাতে গেলে চাকা টা পিছলে যায় এইজন্য পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই নেশাটা বেশ দারুণ। নতুন নতুন পথ খোঁজা নতুন নতুন রাস্তা খোঁজা। ধুলাবালি পূর্ণ হলেও আলাদা একটা মজা আছে হা হা। আর খাবার হিসেবে প্রথমেই রং চা ব্যাপার টা বেশ ভালো লেগেছে আমার কাছে ভাই। বেশ উপভোগ করলাম আপনার আজকের পোস্ট টা।
আসলে গ্রামের মেঠো পথ ধরে নতুন নতুন রাস্তা খুঁজে বের করার মধ্যে আলাদা একটি মজা আছে। রং চা আমাদের সবারই বেশ ভালো পছন্দের। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
আসলে আমরা সবাই তো অ্যাডভেঞ্চার পছন্দ করি এই জন্যই তো হুটহাট করে এদিক সেদিক ছুটে যাই। দারুণ কিছু মুহূর্ত ছিল তবে শেষ বেলায় এরকম চায়ের কাপ হাতে কার না বেশি ভালো লাগে?? দারুন অনুভূতি।
আসলে শেষ বেলায় চায়ের কাপ হাতে নিয়ে চায়ের চুমুক অসম্ভব ভালো লাগে। অ্যাডভেঞ্চার তো জীবনে প্রচুর করতে হবে।