গাছের ছাঁয়া।

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • গাছের ছাঁয়া
  • ২৪,মে ,২০২৪
  • শুক্রবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমরা সবাই জানি গাছ আমাদের কত উপকার করে তারপরও আমরা গাছ রোপনে অনিহা প্রকাশ করি। আমরা পারলে তো গাছ কেটে সেখানে বসত ভূমি তৈরি করতে। তবে যে অঞ্চলে গাছ নাই সে অঞ্চলের মানুষ বোঝে গাছ না থাকার অনুভূতিটা। বিশেষ করে এই গরমের মাঝে একটু ছায়াযুক্ত স্থান খোঁজার জন্য কত পথিক ছুটে বেড়াচ্ছে এ প্রান্ত থেকেও প্রান্তে। অথবা যেসব কৃষক মাঠে কাজ করছে কাজ শেষে একটু বিশ্রামের জন্য প্রথমেই গাছের ছায়াটা খোঁজে। তারপরও আমাদের গাছ লাগানোর প্রতি অনেক বেশি অনীহা। আমরা শুধু তৈরি করতে চাই কংক্রিটের শহর সেখানে সবুজ বনায়ন বলতে কিছু থাকে না। কারণ কংক্রিটের শহর তৈরি করতে পারলেই আমরা টাকা ইনকাম করতে পারব। আমরা এখন ছুটছি টাকার পিছনে তবে পরিবেশের কি হলো বা কি হবে এদিকে দেখার কোন দরকার নেই আমাদের।


IMG20240524094730.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

আজকে শুক্রবার যেহেতু কোম্পানিতে জব করি তাই আজকের দিনটাতেও ডিউটি করতে হবে। আর এটা যেহেতু রিয়েল এস্টেট কোম্পানি সেজন্য একটু জায়গা পেলেই ইমারত নির্মাণ করার জন্য কাজ শুরু হয়ে যায়। কালকের দিনটাতেও ডিউটি করেছিলাম এমন একটি জায়গায় আশেপাশে পুরাটাই ফাঁকা বড় কোন গাছ নাই। সারাদিন অনেক বেশি গরম পড়েছে এই গরমের মধ্যে এখানেই ছিলাম। আজকেও আমাকে এখানে থাকতে হবে সকাল থেকেই প্রচন্ড গরম গাছের ছায়া। আমি আছি উত্তরা ১৮ সেক্টরে পরোটাকারে পড়ে আছে অনেক জমি কিন্তু সব জমি অপেক্ষা করছে বড় বিল্ডিং এর জন্য। কোন প্লটেই নেই বড় কোন গাছ যেখানে থাকবে এই গরমের জন্য ছায়াযুক্ত স্থান।


IMG20240524094734.jpg

IMG20240523164929.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

তবে যেখানে প্রজেক্ট চলছে সেটা থেকে ৩০০ মিটার দূরে একটা ছোট গাছ আছে আমি এই গরমের জন্য একটু হেঁটে গাছের ছায়াতে বসে আছে। গরমের মধ্যে বুঝতে পারছি গাছের কি প্রয়োজন আমাদের। আসলে আমাদের প্রয়োজন ছাড়া আমরা তেমন কিছুই করি না। এই গরমের মধ্যে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। কারণ এটা যে এখন আমাদের প্রয়োজন গরমে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি ঠিকঠাক মত বৃষ্টি হচ্ছে না। আমরা নির্মাণ করছি বড় বড় বিল্ডিং সবুজ বনায়ন নেই গরম তো হবেই। আর ঢাকা শহর তো কংক্রিটের শহর এখানে গাছের দেখা খুব কম মেলে শুধু দেখা যায় বড় বড় বিল্ডিং।


IMG20240524100248.jpg

IMG20240524094820.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

অবশেষে দূরে হলেও আমি একটা গাছের ছায়াযুক্ত স্থান পেয়েছি এটাই অনেক বড় কিছু। যে সাইটে কাজ চলছে সেখানে অবশ্য একটি টিনের ঘর আছে কিন্তু বাইরের আবহাওয়া থেকে ঘরের মধ্যে অনেক বেশি গরম ফ্যানের বাতাসটা যেন আরো বেশি গরম। সেজন্য ঘরের মধ্যে বসে থাকার কোন উপায় নেই। যারা কাজ করছে তাদেরও অনেক বেশি অসুবিধা হচ্ছে কিন্তু তাদের কাজ এটা এই গরমের মধ্যেও তাদেরকে কাজ করে জীবিকা নির্বাহ করতে হবে। আমি এখন গাছের ছায়াতে বসে বসে আপনাদের মাঝে পোস্টটা শেয়ার করছি। অবশ্য এখানে বাতাস বইতেছে এত গরমের মাঝেও এমন একটি জায়গা পেয়ে সত্যি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদেরকে অবশ্যই বেশি বেশি গাছ রোপন করতে হবে। কারণ এই গরমের মাঝে ছায়াযুক্ত স্থানটা অনেক বেশি দরকার। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 9 months ago 

গাছ আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। শ্রমিকদের জীবনটাই এমন ভাইয়া এরকম কঠিন রোদের মধ্যেও তারা তাদের পরিশ্রম করে যাচ্ছে জীবিকা নির্বাহের লক্ষ্যে। একটু ভাবুন তো নিজে থেকে আপনি গরম সহ্য করতে না পেরে গাছ তলায় এসে বসেছেন তাহলে তাদের কি অবস্থা হয়েছে। এরকম কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য এবং পরিবেশকে শীতল রাখার জন্য অবশ্যই আমাদের গাছ লাগানো কার্যক্রম তুমুল ভাবে শুরু করা উচিত। গাছের ছায়া আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কঠিন রোদের দিনে। তার জন্য আমাদের উচিত সাধ্যমত বৃক্ষরোপণ করা।

 9 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এমন কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমাদেরকে গাছ রোপন করতে হবে এবং গাছকে যত্ন করতে হবে।

 9 months ago 

এটা সত্যি বলেছো বন্ধু প্রচন্ড গরমের ভেতরে গাছের ছায়াযুক্ত স্থানে বসে বা দাঁড়িয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এই গরমের ভেতরে টিনের ঘরের উপরে যদি কোন গাছ না থাকে তাহলে সেখানে টিকে থাকা ভীষণ কষ্টের। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 9 months ago 

জি বন্ধু টিনের ঘরে উপর গাছ না থাকলে ঘরটা অনেক বেশি গরম হয় ভিতরে থাকা মুশকিল

 9 months ago 

এরকম ফাঁকা আবহাওয়ায় থাকলে বুঝা যায় আসলে গাছ আমাদের কতটা উপকারে আসে। যতই তুমি ফ্যানের বাতাস উপভোগ করো না কেন সেখানে তৃপ্তি মিলবে না। এই গরমে ফ্যানের বাতাস আরো বেশি বিরক্ত লাগে আমার কাছে। কিন্তু একটা বড় গাছের নিচে এসে বসলে ঠান্ডা আবহাওয়া উপভোগ করা যায়।

 9 months ago 

ফ্যানের বাতাসে তৃপ্তি পাবো কিভাবে বাতাস তো আরও বেশি গরম। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

 9 months ago 

কংক্রিটের শহরে বাস করা প্রত্যেকটা মানুষ বর্তমান পরিস্থিতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছে গাছ না থাকার পরিণাম টা কি হয়। গ্রামের তুলনায় শহরে কিন্তু গরম অনেক বেশি পড়ে। আর এর পুরোটাই গাছ না থাকার কারণে। উত্তরায় এই জায়গাটা এখনো মোটামুটি অনেকটা খালি রয়েছে। তবে মনে হয় না খুব বেশিদিন বাকি রয়েছে এখানে বড় বড় ভবন তৈরি হওয়ার। যাই হোক আপনি গাছের ছায়ায় বেশ ভালই মুহূর্ত কাটিয়েছেন।

 9 months ago 

জি আপু বেশিদিন বাকি নেই খুব দ্রুত এখানে বড় বড় বিল্ডিং হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86640.78
ETH 2349.73
USDT 1.00
SBD 0.68