মায়ের জন্য ভালবাসার লাগে না কোন দিবস, ১০% লাজুক খ্যাঁকের জন্য
কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয় ভালো আছেন নিশ্চয়? আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন। তাই নতুন হিসাবে আমার লেখায় কোন ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর একটি কথা আপনাদের সাপোর্ট পেলেই আমি এই প্লাটফর্মে কাজ করতে পারবো। তাই আপনাদের সবার সাপোর্টও চাই।< /div>
আজ বিশ্ব মা দিবস। মা দিবস কে নিয়ে সোসাল মিডিয়া গুলোতে ভরে গেছে মার প্রতি ভালবাসা নিয়ে শুভেচ্ছার বাণীতে। যে যে যার যার জায়গা হতে মার প্রতি ভালোবাসা দেখানোর চেষ্টা করছে। তাই সবার সাথে আমিও আজ চলে আসলাম মা কে নিয়ে আমার মনের কিছু সামান্য কথা শেয়ার করার জন্য।
রাব্বির হামহুমা, কামা রাবাবয়ানী সাগিরা। মা আমার চলে গেছে ২০২১ সালের ১৬ই জুন পৃথিবীর মায়া ত্যাগ করে। রেখে গেছে আমাদের জন্য অনেক গুলো স্মৃতি। মা থাকতে কখনও মাকে বলতে পারিনি। মাগো তোমায় অনেক ভালোবাসি। কিন্তু আজ বার বার এই একটি শব্দ বার বার বলতে ইচেছ হয়। কিন্তু আজ তো মা নেই। আছে শুধু মায়ের অভাব। আছে শুধু মায়ের জন্য বুক ভরা ভালোবাসা। আর আছে শুধু মা হারানোর বুক ভরা দীর্ঘশ্বাস।
মাকে নিয়ে আজ যখন সোস্যাল মিডিয়া ভালোবাসা দিবসের ভালোবাসা বিলাতে ব্যস্ত। তখন আমার ছোট এই মনে একটাই প্রশ্ন মায়ের জন্য কি ভালবাসার কোন দিবস লাগে? নাকি লাগে কোন সময় আর ক্ষন। তাহলে কেন বিশ্ব মা দিবস? নাকি আমরা একটি মাত্র দিন যেদিন সমস্ত দিন রাত মাকে ভালোবাসবো ? তাহলে বাকী দিনগুলো কি হবে?
আসলে মায়েরা আমাদের থেকে কোন দিবস চায় না। মায়েরা চায় একটু সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। তাই আমরা যদি আমাদের একদিনের ভালোবাসা কে প্রতিদিন একটু একটু করে মায়ের প্রতি উৎসর্গ করতে থাকি তাহলে একদিকে যেমন মায়ের মন ভরবে। আর অন্যদিকে আমাদের ও প্রতিটি দিন বেশ ভালো আর প্রশান্তি তে থাকবে।
প্রথমে আপন মায়ের জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে যাদের মা নেই তারা বিষয়টি অনেক ভালোভাবে অনুধাবন করতে পারবে। আমার বাবা নেই, তাই আমি আমি বাবাকে প্রচুর মিস করি এবং বাবার সাথে কাটানো মুহূর্তগুলো এখনও অনেক মনে করি। আপনি ঠিক কথাই বলেছেন, মা ভালোবাসার জন্য কোন দিবসের প্রয়োজন হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ। এত সুন্দর করে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য। এভাবে আস্তে আস্তে এগিয়ে যাও। আশা করবো একদিন তুমি সফল হবেই। তবে হ্যাঁ এটা সত্য যে মায়ের জন্য কোন ভালোবাসা দিবস লাগে না। মাকে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ ভালোবাসার চাদরে আগলে রাখা যায়। তোমার মত আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের মাকে বেহেস্তের সুউচ্চ মাকাম দান করেন। আমিন।