📷🌼শখের ফটোগ্রাফি পর্ব-৮৮ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1000099693.png

Canva দিয়ে তৈরি

আজকে নতুন একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে গত কয়েকটি ফটোগ্রাফি পর্বের তুলনায় আজকের এই ফটোগ্রাফি পর্বে কিছুটা ভিন্নতা খুঁজে পাবেন। দীর্ঘদিন ধরে প্রতিটা ফটোগ্রাফি পর্বে আর রাতের চাঁদের দৃশ্যটা তুলে ধরি তবে আজকের ফটোগ্রাফি পারবে কোন চাঁদের ছবি শেয়ার করুন। এটা একটা ভিন্নতা বলতে পারেন। যেহেতু প্রতিটা ফটোগ্রাফি পড়বে সাতটি ছবি শেয়ার করি আর সাতটি ছবির মধ্যে সবগুলো ছবি দিনের বেলার প্রকৃতির সৌন্দর্য ভরা যদি দিনের বেলার প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি রাতের বেলার চাঁদের সৌন্দর্যটা তুলে ধরা যায় সে ক্ষেত্রে রাত আর দিনের মধ্যে পার্থক্য আর রাতের সৌন্দর্য আর দিনের সৌন্দর্যের মধ্যে পার্থক্যটা সহজেই যাচাই করা যায়। যেহেতু এখন শীত চলে এসেছে তাই আজকের পর্বে কয়েকটি শীতের ফটোগ্রাফিও শেয়ার করেছি মূলত সকালবেলা কুয়াশা ঘেরা কয়েকটি দৃশ্য যদি তুলে ধরা যায় সেটা শীতের ফটোগ্রাফি হিসেবে গণ্য হয়। তাছাড়া প্রতিটা ফটোগ্রাফি পারবে পুরাতন অ্যালবাম থেকে অনেকগুলো ছবি শেয়ার করি তবে আজকে পুরাতন অ্যালবাম থেকে খুব বেশি শেয়ার করা হয়নি। মাত্র একটা ছবি পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা তাছাড়া বাকি ছবিগুলোই কয়েক সপ্তাহের ব্যবধানে ক্যাপচার করা যদিও সিলেট ভ্রমণের ফটোগুলো প্রায় এক মাস হতে চলেছে তবুও সেটা এখনো নতুন ফটোগ্রাফির তালিকায় রয়ে গিয়েছে এখনো পুরাতন অ্যালবামে যুক্ত করিনি। মূলত যে ছবিগুলো দীর্ঘদিন হয়ে যায় সেগুলো পুরাতন অ্যালবামে যুক্ত করি আর পুরাতন অ্যালবাম থেকে পরবর্তীতে কালেক্ট করে আলাদা আলাদা ফটোগ্রাফি পড়বে তুলে ধরার চেষ্টা করি

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20241201_115042.jpg


কচুরি ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ছবিতে যে ফুলের দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা কচুরি ফুল নামে বেশি পরিচিত। গ্রামের প্রতিটা খালের মধ্যেই এ ধরনের ফুলের দৃশ্য দেখতে পাওয়া যায় মূলত পানির উপরে এক ধরনের কচুরি তৈরি হয় আমাদের এলাকায় যেটা কস্তুরী নামে বেশি পরিচিত। আমাদের বাড়ির পেছনের দিকে ছোট্ট একটি খাল আছে এখন শীতের সময় পানি তুলনামূলক কমে গিয়েছে খালের পাশ দিয়ে অনেকগুলো কচুরি জমেছিল যদিও পানি কমে যাওয়ার পরেও মাটির উপরে কচুরি গুলো এখনো জীবিত আছে অর্থাৎ সেখানে কাদামাটি বলে এখনো কচুরি গুলো বেশ সতেজ সবুজ পাতার উপরে রঙিন এই ফুলের দৃশ্যটা বেশ ভালো লাগে। ছবিটা কেমন হয়েছে মন্তব্য করে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20241201_115402.jpg


কলমি ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • কলমি ফুল অনেকেই চিনতে পারেন কারণ শহর বা গ্রামের সবখানেই কলমি শাক বিক্রি হয়। যদিও শহরে এগুলো ফুল সহকারে পাওয়া যায় না শুধু শার্ট পাওয়া যায় তবে যারা গ্রামে বাস করেন তারা এই ফুলের বিস্তারিত জানতে পারবেন। পরিত্যাত্বক জায়গায় যেখানে পানি জমে থাকে সেখানে এই ফুলগুলো বেশি লক্ষ্য করা যায় উপরের ছবিতে উল্লেখ করেছি আজকে আমি সকালের দিকে আমাদের বাড়ির পেছনে যে ছোট্ট খাল আছে সেখানে গিয়ে কচুরি ফুলের ছবি তুলেছিলাম অর্থাৎ যেটা কচুরিপানা। সে সময় লক্ষ্য করলাম ঠিক তার উপরের অংশে যেখানে কিছুটা উঁচু জায়গা সেখানে কলমি ফুল ফুটে আছে। এই ফুলটা অনেকের কাছে মাইকফুল নামেও পরিচিত কারণ এই ফুল টা দেখতে কিছুটা মাইকের মত।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20241201_115549.jpg


সাদা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • সাদা এই ফুলের সৌন্দর্য যে কারো কাছে ভালো লাগবে এটা স্বাভাবিক কারণ সাধারণ সবুজের উপরে সাদা দারুণভাবে ফুটে ওঠে যেহেতু গাছের পাতাগুলো গারো সবুজ সেহেতু সাদা ফুলের পাপড়িটা দারুন ভাবে ফুটে উঠেছিল। মূলত এই ফুলটা রাস্তার পাশে সবুজ লতাপাতার মাঝে ফুটেছিল দূর থেকে সবুজ লতাপাতার মাঝে সাদা পাপড়ি টা দারুন লাগছিল তাই আমার নজর গিয়ে এই সাদা ফুলের উপরে পড়েছিল। পাতলা সাদা পাপড়ি টা এই ফুলের প্রধান সৌন্দর্য হিসেবে ফুটে উঠেছিল। হ্যাঁ এটা এক ধরনের লতাপাতার ফুল যেটা অনেকেই টিয়া পাখির খাবার হিসেবে চিনেন সেই গাছে এই ধরনের সাদা ফুল ফোটে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20241022_165926.jpg


সূর্য।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • মূলত পাথরের ছবি দেখলেই অনেকেই ধারণা করে এটা কোন পাহাড়কেন্দ্রিক এলাকা হ্যাঁ আসলেই তাই ছবিতে যে পাথরটি দেখতে পাচ্ছেন সেটা সিলেটের জাফলং থেকে তোলা। মূলত শেষ বেলায় আমরা যখন জাফলং থেকে বাসায় ফিরব তার আগ মুহূর্তে লক্ষ করলাম সূর্যের আলোটা যখন পাথরের উপরে পড়ছিল তখন দেখতে আরো বেশি ভালো লাগছিল অনেকগুলো ছবি তুলেছিলাম সবগুলো ছবি দারুন হয়েছিল কারণ তখন আলোর প্রতিফলন টা দারুন ভাবে বোঝা যাচ্ছিল। পাথরের আড়াল থেকে সূর্যের অবস্থানটা খুবই সুন্দর লাগছিল তাই বড় একটি পাথরের আড়াল থেকে সূর্যের অবস্থাটা ক্যাপচার করেছিলাম। তাছাড়া পেছনে পাহাড়গুলোও এই ফটোগ্রাফির সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছিল।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20241022_094636.jpg


সবুজ ধান ক্ষেত।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সবুজ ধান খেত মাঝে বড় একটি গাছ রয়েছে আর তার পিছনের অংশে সুন্দর পাহাড়। এমন দৃশ্যটা আপনি সিলেট গেলে দেখতে পারবেন কারণ সিলেটের পুরো এরিয়াটা পাহাড়ে ঘেরা। সিলেট বর্ডার টা মূলত পাহাড় দিয়েই তৈরি হয়েছে এমনটা বলা যায় কারণ ছবিতে যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটা ভারতের মধ্যে আর যে ধান খেত সহ বাকি এলাকাটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশের মধ্যে অর্থাৎ ঢালু জমি শেষ বাংলাদেশের এরিয়াও শেষ আর পাহাড় শুরু ভারতের এরিয়া শুরু। ছবিটা কিন্তু কোন এডিট করা নেই তবুও এত সুন্দর লাগছে যেটা সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই। এটাই হয়তো প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক উদাহরণ।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20241028_071754.jpg


কুয়াশা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা দেখে চোখ বন্ধ করে বলে দেয়া যায় এটা শীতের মৌসুমের সকাল বেলার ছবি হ্যাঁ আসলেই তাই এটা শীতের মৌসুমের সকালের ছবি। সকাল বেলায় এখন রীতিমতো কুয়াশা পড়ে অলরেডি ভালো শীত শুরু হয়েছে সকাল বেলায় কনকনে শীতে কুয়াশা ঘেরা আবহাওয়াটা বেশ ভালোই লাগে। যখন সূর্যের আলো কুয়াশা ভেদ করে ভূমিতে ছড়িয়ে পড়ে তখন সেই দৃশ্যটা আরো বেশি ভালো লাগে। সকাল বেলা যখন হাটাহাটি শেষ করে বাসায় ফিরছিলাম তখন দেখতে পেলাম ফাঁকা জায়গায় কুয়াশার পরিমাণ কিছুটা বেশি আর সূর্যের আলোটা সেখানে যেন তীক্ষ্ণভাবে লম্বালম্বি ভাবে সরিয়ে পড়ছে তখন সূর্য আর কুয়াশার কম্বিনেশন টা নিয়ে এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

1000099692.jpg


নদী এবং পাহাড়।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফটোগ্রাফি টা পুরোপুরি ভিন্ন। অনেকেই চিন্তা করতে পারেন আসলে এই ফটোগ্রাফটা ভিন্ন কিভাবে? এখন আবার নতুন করে ৭ নং ফটোগ্রাফি টা পুরোপুরি দেখুন। প্রথমে নদী দেখতে পারবেন তারপর সমতল ভূমি যেখানে শুধু পাথর আর বালি আর তার পেছনের অংশে দেখতে পারবেন পাহাড়। অর্থাৎ একটি ফটোগ্রাফিতে তিনটি ভিন্ন ভিন্ন সৌন্দর্য আর হ্যাঁ উপরে আকাশ তো রয়েছেই। সাধারণত ফটোগ্রাফির এরকম মিলিয়ে পুরো সৌন্দর্যগুলো তুলে ধরা সব সময় সম্ভব হয় না অনাকাঙ্ক্ষিতভাবে হলেও এই ফটোগ্রাফি ক্যাপচার টা দারুন ভাবে ধরে নিয়েছিলাম। পরবর্তীতে যখন ফটোগ্রাফিটি দেখলাম তখন বিষয়টি চিন্তা করলাম আসলেই এই ফটোগ্রাফিতে সবগুলো সৌন্দর্যই তুলে ধরা হয়েছে।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  
 3 months ago 

আপনার ছবিগুলো জাষ্ট চোখ ধাঁধানো সুন্দর।
কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো সত্যিই বুঝতে পারছি না। তবে পাথরের উপর সূর্যের আলো পরার দৃশ্যটা কেন যেন অদ্ভুত সুন্দর লেগেছে। তাছাড়াও প্রতিটি ছবি অসাধারণ হয়েছে।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 3 months ago 

হা হা হা আপনার যেটা পছন্দ হয় সেটাকেই ভালো বলুন।

 3 months ago 

1000099729.jpg

1000099730.jpg

1000099727.jpg

 3 months ago 

বাহ আপনি তো চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন। আসলেই ভ্রমণ প্রিয় মানুষ যারা তাদের বোঝা যায় তারা প্রকৃতিকে কত বেশি পছন্দ করেন। বিশেষ করে আপনারা সবাই এত ভ্রমণ করেন অনেক ভালো লাগে। আর আজকের শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে দেখে।

 3 months ago 

আমার মনে হয় পৃথিবীর প্রতিটা মানুষ প্রকৃতির অপরূপ সৌন্দর্য পছন্দ করে। আর যারা ভ্রমণপ্রিয় তারা তুলনামূলক একটু বেশিই প্রকৃতির অপরূপ সৌন্দর্য পছন্দ করে।

 3 months ago 

বন্ধু তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকে ফটোগ্রাফি মাস্টার ক্লাস হয়েছে একদম চোখে লেগে থাকার মতো। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

হাহাহা মাস্টার ক্লাস ফটোগ্রাফি করেছি শুনেই ভালো লাগতেছে।

 3 months ago 

আপনার শখের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। প্রত্যেকটা ফটোগ্রাফিরের চমৎকার ছিল। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগুলো আমাদের মাঝে বর্ণনার সাথে তুলে ধরার চেষ্টা করেছেন। সবুজ ফসলের মাঠের চিত্রটা আমার কাছে বেশ অনেক বেশি ভালো লাগলো।

 3 months ago 

চেষ্টা করেছি ভাই ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনাটা সুন্দরভাবে তুলে ধরতে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বিভিন্ন ধরনের চোখ ধাঁধানো ফটোগ্রাফি নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দুর্দান্ত।প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

 3 months ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনার তোলা প্রত্যেকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে এরকম ফটোগ্রাফি গুলো দেখতে বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনাগুলো দারুন ভাবে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

হ্যাঁ ফটোগ্রাফির পাশাপাশি প্রতিটা ফটোগ্রাফি সম্পর্কে বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছি।

 3 months ago 

পাথরের ফটোগ্রাফি টা একদম ভিন্ন ধরনের ছিল। খুব সুন্দর ভাবে এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছেন। সূর্য এবং পাথর সব মিলিয়ে দারুন লাগছে দেখতে। বাকি ফটোগ্রাফি গুলোও চমৎকার ছিল। বরাবরের মতই দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার ভালোলাগা ফটোগ্রাফি গুলোর কথা উল্লেখ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 85605.53
ETH 2326.17
USDT 1.00
SBD 0.67