কাঁকরোল আমার খেতে বেশ ভালোই লাগে। কাঁকরোল ভাজা খাই মাঝেমাঝে ডালভাতের সাথে। আজকের এই রেসিপি টা খুব আনকমন। করব একদিন। কিন্তু কয়েকটি জায়হায় বানান দেখে নিন। একবার পড়লেই বুঝতে পারবেন। কোথাও কিছু অতিরিক্ত শব্দ পড়ে গেছে৷ আবার কোথায় 'কড়া' হয়ে গেছে 'করা'। 'এক' হয়ে গেছে 'এখ'। সেগুলো ঠিক করে দিন। পোস্টটি দারুণ লাগলো।
ভয়েস টাইপিং করার জন্য এই ভুল গুলো হয়েছিল।ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য।