রমজান মাসে আমার ভালো লাগার কিছু অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। রমজান মাসে আমার ভালো লাগার কিছু অনুভূতি । আশা করি আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের পোস্টটি শুরু করা যাক।

20230327_003404_0000.png

Canva দিয়ে তৈরি

তো ছোটবেলা থেকেই রমজান মাস আসলে আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যখন আমি একদমই ছোট ছিলাম তখন আমি রোজায় থাকতে পারতাম না তারপরও থাকতে চাইতাম। একদিন তো এমনও হয়েছে আমি রাত্রে সেহরি খেয়েছি রোজায় থাকবো বলে। কিন্তু সকালবেলায় আমার একটা বন্ধুর সাথে তাঁর দাদির বাড়িতে গিয়েছিলাম। তো ওর দাদির বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, আমরা দুজনে সেখানে গেলেই পেয়ারা পেরে খেতাম। কিন্তু সেই দিন যে আমি রোজায় ছিলাম সেটা আমি ভুলে গিয়েছিলাম। ইচ্ছামতো পেয়ারা খেয়ে নিয়েছিলাম।

শুধু এটুকুই নয় বাড়িতে এসে আবার দেখি বাড়ির পাশে একটা ছোটখাটো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তো আমার যেহেতু মনে নেই যে আমি রোজা আছি তাই সেখান থেকেও পেট ভর্তি করে খিচুড়ি খেয়েছিলাম। কিন্তু পরে মনে পড়ছে যে আমি তো আজকে রোজায় থাকবো বলে সেহেরী খেয়েছিলাম। তো সেই সময় আমার রোজা রোজা সম্পর্কে অতটা ধারণা ছিল না তাই সেদিন রোজা ভেঙে ফেলেছিলাম। তবে পরে জানতে পারলাম মনের ভুলে যদি আমরা রোজা থাকা অবস্থায় কোন কিছু খেয়ে ফেলি তাহলে আমাদের রোজার কিছু হয় না।

তো যাই হোক এবারেও আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। বিশেষ করে প্রথম রোজার অনুভূতিটা একটু ভিন্ন রকম হয়ে থাকে। ছোটবেলায় রোজার মাস আসলেই সব থেকে যে বিষয় নিয়ে এক্সাইটেড থাকলাম সেটা হচ্ছে পুরো মাস জুড়ে স্কুল ছুটি। আসলে বছরের সব থেকে বড় ছুটি এটাই তার জন্য একটু বেশি এক্সাইটেড থাকতাম। তবে এবারে ছুটি নিয়ে অতটা এক্সাইটমেন্ট কাজ করিনি। কারণ এবারে কলেজ ছুটি থাকলেও অন্য কাজ নিয়ে বেশ ভালই ব্যস্ত আছি বলতে পারেন।

তবে যাই হোক এত ব্যস্ততার মধ্যে দিয়েও রমজান মাসে রোজা থাকতে মনের মধ্যে বেশ ভালো লাগাই কাজ করে। আর ভালো লাগে ঈদের অপেক্ষায় থাকতে। যত ঈদের দিন এগিয়ে আসে তত মনের ভিতর এক্সাইটমেন্ট বাড়তেই থাকে। মনে হয় কবে ঈদ আসবে কবে ঈদ আসবে। আজকে তিনটা রোজা হয়ে গেল। আমার সময়গুলো বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলেও ভালই কাটছে আপনাদের সময় গুলো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন।

তো এতক্ষণ তো আপনাদের মাঝে বললাম রমজান মাসের সব থেকে কোন বিষয়গুলো বেশি ভালো লাগে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে রোজায় থাকলে সব থেকে কোন সময়টা বেশি ভালো লাগে। ভালোলাগার সময় যদি বলতে হয় তাহলে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ইফতারের আগ মুহূর্তের সময় গুলো। মনে হয় জেনে আর কিছুক্ষণ অপেক্ষার পরেই অভিরাম শান্তি আমার অপেক্ষা করছে। আর হ্যাঁ মনে হয় যে কিছুটা সময় পার করলেই আমরা একটা রোজা হয়ে যাবে। এই ইফতারের জন্য অপেক্ষার সময়গুলোতে আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আমার আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রমজান মাসে আপনার ভালো লাগার কিছু অনুভূতি পরে ভালো লাগলো। আমি ছোটবেলা সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা থাকতাম। আবার পরের দিন দুপুরের পরে থেকে রোজা থাকতাম। আপনার পোস্ট পড়ে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

রমজান মাসে আমাদের জন্য বড় একটি নেয়ামত একটি বছরে একটি মাস আগামীতে আবার এই মাস আমার জীবনে আসবে কিনা জানিনা।।
রমজান মাস রহমত বরকত মাগফিরাত দিয়ে পরিপূর্ণ যেখানে এক টাকা দান করলে 70 থেকে 700 জন পর্যন্ত বর্ধিত করা হয়।।
রমজান মাসের অপনার অনুভূতি গুলো জানতে পেরে খুবই ভালো লাগলো।।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আসলে ই ছোটবেলায় এরকম কতই না রোজা থাকার বাহানা ধরতাম আম্মুর কাছে। আম্মু সব সময় বলতো লুকিয়ে হয়তো কিছু খেয়ে ফেলবে তুই এখনো অনেক ছোট। কিন্তু কখনো এইভাবে অজানা কিছু খাওয়া হয়নি। আপনি ভুলে খিচুড়ি খেয়েছেন তাতেও আপনার রোজাটা হতো যদি না ভেঙ্গে ফেলতেন। কারণ অজানা কিছু খেলে রোজা ভাঙ্গে না। যাই হোক ভুলে হলেও রোজা টা ভেঙ্গে ফেললেন তার জন্য একটু খারাপ লাগলো। আপনার পোস্টটি পড়ে ছোটবেলাকে খুবই মিস করতেছি।

 2 years ago 

আসলে তখন অনেক ছোট ছিলাম তাই কিছু জানতাম না তার জন্য ভুলে রোজা টা ভেঙে ফেলেছিলাম। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 85605.53
ETH 2326.17
USDT 1.00
SBD 0.67