You are viewing a single comment's thread from:
RE: এবারে বান্দরবান (পর্ব-০৫)। ||২৯-১১-২০২৪|| by @kazi-raihan
আমার অনেক দিনের শখ ছিল বান্দরবানের নীলাচল ঘুরতে যাব। তবে এখনো ইচ্ছে পূরণ হয়নি। ছোটবেলায় শুধু মনে করতাম বান্দরবনে কি শুধু বান্দর থাকে। কিন্তু এই জায়গাটা যে এত সুন্দর ভিডিও ফটো গুলো দেখলে বোঝা যায়। ঝরনার ওখান থেকে একজন পর্যটক পড়ে মারা গেছেন জেনে খুবই খারাপ লাগলো। তবে দৃশ্যগুলো অনেক চমৎকার ক্যামেরা বন্দি করেছেন আপনি।
শীতের মৌসুমের তুলনায় আপনি যদি বর্ষার মৌসুমে যান তাহলে আরো সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। বর্ষার মৌসুমে গেলে মেঘ হাত দিয়ে ধরতে পারবেন।