কংক্রিটের শহরে বাস করা প্রত্যেকটা মানুষ বর্তমান পরিস্থিতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছে গাছ না থাকার পরিণাম টা কি হয়। গ্রামের তুলনায় শহরে কিন্তু গরম অনেক বেশি পড়ে। আর এর পুরোটাই গাছ না থাকার কারণে। উত্তরায় এই জায়গাটা এখনো মোটামুটি অনেকটা খালি রয়েছে। তবে মনে হয় না খুব বেশিদিন বাকি রয়েছে এখানে বড় বড় ভবন তৈরি হওয়ার। যাই হোক আপনি গাছের ছায়ায় বেশ ভালই মুহূর্ত কাটিয়েছেন।
জি আপু বেশিদিন বাকি নেই খুব দ্রুত এখানে বড় বড় বিল্ডিং হয়ে যাবে।