কাগজের নকশা গুলো আমার কাছে দেখতে বেশ ভালই লাগে। এরকম নকশাগুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। যদিও এ নকশাগুলো তৈরি করতে সময় কম লাগে তবে ভাঁজগুলো খুব সাবধানে দিয়ে কাটিন করতে হয়। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি নকশা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলেই কাগজের এই ধরনের নকশা ডিজাইন গরু তৈরি করতে সময়ের তেমন একটা প্রয়োজন হয় না শুধু একটু সতর্কতার সাথে তৈরি করতে হয়।