স্বরচিত কবিতা: "দূরের গন্তব্য"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসাকে ঘিরে।যদিও এই ভালোবাসা সম্পর্কে আমার কোনোরকম অভিজ্ঞতা নেই, তবুও চেষ্টা করেছি কল্পনা দিয়ে লেখার।যখন স্মৃতিগুলি বড্ড বেশি মনে দাগ কাড়ে আর মনের মানুষটি তখন অনুপস্থিত থাকে সেই ভাবনাতেই লেখা আজকের কবিতাটি।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
দূরের গন্তব্য
তখন তোমার কথা বড্ড বেশি মনে পড়ে,
সেই যে নদীর ঘাটে বসে আমাদের গল্পগুলো
কল্পতরুর মতো মিশে যেত উত্তরের হাওয়াতে।
নদীর ঢেউ ঘাটের কিনারায় আছড়ে পড়তো
একটু স্মৃতি হয়ে থাকবে বলে---
নদী আমাদের ভালোবাসার গল্পগুলো শুনতো
কখনো পা ভিজিয়ে দিতো মুহূর্তগুলিকে আগলে রাখতে।
কিন্তু জোয়ার থেকে ভাটা, পূর্ণিমা থেকে অমাবস্যা
সেই স্মৃতি কল্পনার ছেড়া কাগজ হয়ে ভাসছে,
তুমি দূরের গন্তব্য খুঁজে নিয়েছো---
ঘাটটিতে এখন অন্য প্রেমিক জুটি বসে।
রক্তের ছাপে লেখা অক্ষরগুলি মনে হয় আজ নিশ্চিহ্ন
দেওয়ালের আঁচড়গুলি ধীরে ধীরে হচ্ছে বিলুপ্ত,
নতুন রক্তের ছাপে সজ্জিত এখন ঘাটটি
নয়তো নতুন কোনো প্রেমের আঁচড়ে বন্দী।
শীতের হিমেল হাওয়ায় বসে চায়ে চুমুক
আর সেই শুন্য চায়ের কাপকে লুকিয়ে নিতো নদী,
এখন কুয়াশার চাদরের মতো স্মৃতিগুলো ধোঁয়াময়
শুধু ভরে গেছে নদীর কিনারা তোমার শুন্যতায়।
দূরের গন্তব্য----।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টাস্ক প্রুফ:
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার স্বরচিত কবিতা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে দিদি। আজকে আপনি দূরের গন্তব্য কবিতা শেয়ার করেছেন প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। ভালোবাসার মানুষ যখন দূরে থাকে তখন পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।
বেশ চমৎকার হয়েছে দিদি ৷ আপনার এই কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ দারুণ লিখেছেন কবিতার প্রত্যেকটা লাইন ৷ ভালোবাসার এমন অনুভূতি মিশানো কবিতা গুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷
আসলে আজ আপনি যে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন সেই কবিতার প্রত্যেকটা লাইন একদম অসাধারণ। আর কবিতাটি পড়ে মনে হচ্ছে যে এটি শীতকালকে কেন্দ্র করে কবিতাটি লেখা। কেননা উত্তরে হওয়া শুধুমাত্র শীতকালে হয়।
একেবারেই ঠিক ধরেছেন দাদা।সত্যিই উত্তরে হাওয়া বইছে আমাদের এখানে দুইদিন ধরে,সেই চিন্তাকে ঘিরেই কবিতায় ঠাঁই দিয়েছি একটু ভিন্নরূপে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো আমাকে বেশ মুগ্ধ করেছে। খুবই সুন্দরভাবে সহজ সরল ভাষায় কবিতা আমাদের মাঝে গুছিয়ে লিখে শেয়ার করেছেন। আসলে নদীর কিনারায় গিয়ে একা একা সবকিছু যখন ভাবা যায় তখনই নিজের শূন্যতা বোঝা যায়। ধন্যবাদ এত সুন্দর কবিতা পোস্ট শেয়ার করার জন্য।
দিদি আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। যেগুলো আমার কাছে পড়তে অনেক ভালো লাগে। ভালোবাসার অনুভূতি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর আপনি অনেক সুন্দর অনুভূতি গুলোকে নিয়ে আজকের এই কবিতা লিখেছেন। কবিতার সবগুলো লাইন অনেক সুন্দর করে লিখেছেন। আশা করছি এরকম সুন্দর কবিতা সব সময় শেয়ার করবেন।
আপনার মত আমিও প্রত্যেক সপ্তাহে একটি স্বরচিত কবিতা লিখি।কবিতা লিখতে যেমন ভালো লাগে সেরকম কবিতা পড়তেও অনেক ভালো লাগে। আপনি বরাবরই বেশ দারুণ কবিতা লেখেন। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো মনে পড়ে যখন সেই মানুষটি দূরে থাকে। বেশ দারুন একটি কবিতা লিখেছেন অনেক ভালো লাগলো আপু আপনার কবিতাটি পড়ে।