ময়মনসিংহের মেলা ভ্রমণ।

in আমার বাংলা ব্লগ10 hours ago
ময়মনসিংহের মেলা ভ্রমণ।

IMG20241221191157.jpg

ময়মনসিংহের মেলায় ঘুরতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তখন হালকা শীত পরেছিল। ইতিমধ্যে আপনাদের সাথে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছি। আসলে আমি এতো গুলো ছবি তুলেছি আর এতো কিছু সেখানে দেখেছি যা বলে কিংবা লিখে শেষ করতে বেশ কিছু পর্ব লাগবে।
যাইহোক আজকে আবারো আরো একটি পর্ব নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব।

IMG20241221191703.jpg

ভেতরে ঢোকার গেইট অসম্ভব সুন্দর করে তৈরি করা হয়েছিল। মোটামুটি মাসখানেক ধরে মেলা চলবে তাই বেশ শক্তপোক্ত এবং সুন্দর করে চমৎকার গেইট তৈরি করা হয়েছে।

IMG20241221191732.jpg

IMG20241221191725.jpg

ভেতরে প্রবেশ করি দেখলাম একটি ছেলে বাবল ফুলিয়ে চলেছে সমানে। আসলে ছেলে দিয়ে এ সমস্ত বাবল গুলো ফুলিয়ে সবাইকে আকৃষ্ট করে এবং তার বাবল বিক্রি চেষ্টা করে। আমি দেখলাম বেশ কিছু মানুষ এই সমস্ত বাবল কিনছে।

IMG20241221191425.jpg

IMG20241221191427.jpg

মেলার এই অংশে বেশ কিছু ছবির ফ্রেমের দোকান দেখতে পেলাম। এখানে অসংখ্য সুন্দর সুন্দর ছবির ফ্রেম ছিল এবং সবগুলো সাজিয়ে রাখা ছিল বিক্রির উদ্দেশ্যে।

IMG20241221191231.jpg

IMG20241221191156.jpg

IMG20241221190847.jpg

এখনকার সময়ে আর্টিফিশিয়াল ফুল এবং পাতার বেশ চাহিদা রয়েছে। এগুলো দেখতে একদম সত্যিকারের ফুল এবং পাতার মতো তাই এগুলো খুব সহজেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম।

IMG20241221190932.jpg

IMG20241221190913.jpg

IMG20241221190855.jpg

IMG20241221190853.jpg

IMG20241221190840.jpg

IMG20241221190833.jpg

এত চমৎকার আর্টিফিশিয়াল ফুল চোখের সামনে থাকলে শুধুমাত্র কিনতেই ইচ্ছা করে। আমার তো ইচ্ছে হচ্ছিল বেশ কিছু ফুল কিনে নিয়ে যাই বাসায়। যাইহোক এই ছিল আমার আজকের আশা করি আমার আজকের পোস্টে আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84798.76
ETH 2345.32
USDT 1.00
SBD 0.66