আখ থেকে রস এবং সেই রস জ্বালিয়ে গুড়।। এই পদ্ধতির সঙ্গে বেশ আগে থেকেই পরিচিত। তবে বেশ অনেক বছর হল আমাদের এলাকায় প্রায় আখ চাষ বন্ধই বলা যায়। আপনার মাঠে গিয়ে আখ খাওয়া দেখে একটু হিংসাই হচ্ছে হা হা। সত্যি কী চমৎকার একটা অনূভুতি। আখ খাওয়ার মধ্যে আলাদা একটা ভালো লাগা রয়েছে। চমৎকার ছিল ভাই আপনার পোস্ট টা।
আরে ভাই প্যারা নাই আমাদের এলাকায় চলে আসো একদম সবকিছু খাওয়া হবে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ