এই তিনমাস ঢাকা থেকে বুঝতেছি ভাই গ্রাম ছাড়া কেন আমাদের বেঁচে থাকা কঠিন। বিকেলে বা সকালে গ্রামের ঐ সুন্দর পরিবেশই তো আমাদের বাকি দিনের এনার্জি দিয়ে দেয়। বিকেলে নদীর পাড় গোধূলি লগ্নে সূর্যের অস্ত চলে যাওয়া। সবকিছু একেবারে দারুণ লাগছে। আর হ্যা এই সময়টাতে বিকেলে সত্যি সময় একেবারেই কম পাওয়া যায়। কারণ দিন অনেক ছোট।
আসলে গ্রাম মানেই প্রশান্তির একটি জায়গা । শহরে থাকলে গ্রামটাকে অনেক বেশি মিস করা হয়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ