এইরকম ছায়ামূর্তির আগমন প্রায়ই হয়ে থাকে। রোড লাইটের আলোয় বা অন্য কোন আলোর এ এক আজব খেলা। অনেক মানুষ ভয়ও পেয়ে যায় এইরকম কাল্পনিক ছায়ামূর্তি দেখে। যেহেতু বৃষ্টি বজ্রপাত এবং শীলা পড়ছিল সেজন্য আগে থেকেই সে আতঙ্কিত ছিল। পরবর্তীতে গাছের ছায়া দেখেও সে তার মনের ভয়কে আর কোন সাত্বনা দিতে পারেনি। ফলে এইরকম একটা ঘটনা ঘটে গিয়েছে।
আগে থেকেই যদি ভয় পেয়ে থাকে কেউ তাহলে তারপর সে নিজের ছায়া দেখোও ভয় পায় । এমনটাই হয়েছে এখানে।