বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্ট সিরিজ নিয়ে আমার বিশ্লেষণ (শেষ পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


দীর্ঘদিন পর বাংলাদেশের ভারত সফর নিয়ে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছিলো। কিন্তু তারা যেটা আশা করেছিল তার কোনটাই হয়নি। প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন ছাড়া পুরো সিরিজ জুড়ে বাংলাদেশী প্লেয়াররা হতাশা উপহার দিয়ে এসেছে। অবশ্য বোলাররা খুব একটা খারাপ করেনি। তারা তাদের সাধ্যমত চেষ্টা করেছে। কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকে কোনরকম সাহায্য না পাওয়ায় দুটো টেস্টে বাংলাদেশ ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য জাইসোয়াল দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

1000001399.jpg

স্ক্রিনশট নেয়া হয়েছে Ramiz Speaks চ্যানেল থেকে

আর পুরো সিরিজ জুড়ে ব্যাটে বলে চমৎকার পারফরম্যান্স করার দরুন রবিচন্দ্র আশ্বিন ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়। এই টেস্ট সিরিজের ভারতের নামকরা সিনিয়র প্লেয়াররা খুব বেশি ভালো না করলেও। ভারত খুব সহজেই ম্যাচ দুটি জিতে নিয়েছে। আর এটা থেকে প্রমাণিত হয় ভারতের এখন আর সেই আগের অবস্থা নেই। তাদের সিনিয়র ক্রিকেটাররা পারফর্ম না করলেও তাদের দলের তরুণ প্লেয়াররা ম্যাচ জেতাতে সক্ষম। এই সিরিজে রহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলের মতো দুর্দান্ত ব্যাটসম্যানেরা কেউই তেমন ভালো করতে পারেনি। তবে তাতেও ভারতের ম্যাচ জিততে খুব একটা সমস্যা হয়নি।

যাইহোক আশা করি এই সিরিজ থেকে বাংলাদেশে অনেক কিছু শিখতে পারবে। আর এই সিরিজটা ছিলো ভারতের জন্য পরবর্তী টেস্ট সিজনের একটা মহড়া। আর মহড়াটা তারা বেশ ভালোভাবেই সম্পন্ন করেছে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 97904.67
ETH 3602.66
USDT 1.00
SBD 3.90