You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 20th November 2024

in Incredible Indiayesterday

@tanay123 মায়া এমন একটি অব্যাক্ত বন্ধন যাকে সবসময় ভাষায় প্রকাশ সম্ভব নয়!
বিশেষ করে শিশু আর পশু এরা এতটাই নিষ্পাপ হয়, এদের প্রতি এমনিতেই মায়া কাজ করে।

আমি তো ছেলেবেলা থেকেই বাচ্চা ভালবাসি, এরকম একটা মজার ঘটনা আছে আমার শৈশবের।

সাধারণত বাচ্চা জন্মাবার পর আঁতুড় পালন করা হয়, কিন্তু আমি তখন এতটাই ছোটো এসব বোঝার বয়স হয়নি।

পাড়ায় একজনের সদ্যজাত শিশুকে কোলে নেবার ইচ্ছায় আতুর ঘরে ঢুকে পড়েছিলাম, খানিক বাচ্চাটির সাথে খেলে, ঘরে ঢুকতেই যাবো, অমনি না বলে উঠেছিল, তুই তো আর কোনোদিন ঘরে ঢুকতে পারবি না!

ওই বাড়িতেই তোকে এখন থেকে থাকতে হবে! আমি তো কেঁদে কেটে একশেষ!
আমি বললাম, মা আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না, আমাকে ঘরে ঢুকতে দাও।

আজকেও মনে পড়লে হাসি পায়, কিন্তু সাথে এটাও দেখি এখন শৈশব অনেক বদলে গেছে!
এখন না আছে সেই পাড়া আর না সেই রকমের মানুষ।

আপনার দাদার মেয়েকে ভারী মিষ্টি দেখাচ্ছে বউ সেজে!😍
আমিও গামছা দিয়ে চুল বানাতাম কারণ আমার মায়ের চুল ছিল হাঁটুর নিচ পর্যন্ত লম্বা!

মন ছুঁয়ে গেলো শিশুটির দৈনন্দিন অভ্যেস, এক্ মুহূর্তে নিজের শৈশব ভেসে উঠলো চোখের সামনে।

Sort:  
 yesterday 

শিশু ও পশুদের মন হলো পবিত্র যেখানে হিংসা, বিদ্বেষ থাকে না আর না থাকে অহংকার। মনের অজান্তেই আমরা বাচ্চাদের প্রতি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি।

বাচ্চাদের সকলেই অনেক ভালোবাসে। ওদের সাথে দুষ্টামি আর খেলা করার সময় মনে হয় হয়ত আবারও শৈশবে ফিরে গিয়েছি। ওদের অদ্ভুত অদ্ভুত বায়নাগুলো শুনলে অনেক হাসি পায়।

কালই আমাদের বাড়িতে এসেছে আমাকে খাবার দেওয়ার জন্য। তখন আমি দুপুরে একটু ঘুমিয়েছি মাত্র। আমাকে ঘুম থেকে ডেকে তুলে মুখে খাবার ঢুকিয়ে দিলো😀।

আগেরকার দিনে অনেক নিয়মকানুন মেনে চলা হতো তবে এখন সেগুলো আর দেখা যায় না। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আপনার মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.22
JST 0.037
BTC 98870.54
ETH 3475.75
USDT 1.00
SBD 3.21