কচুর লতি কাটতে অনেক সময় লেগে যায় রান্না করার আগে কচুর লতি কাটার প্রচেষ্টাই অনেকটাই জটিল।। যাই হোক কচুর লতি রান্না করতে যতটা সময় লাগে তার চেয়ে কম সময় লাগে খেতে ।
কচুর লতি আমার কাছে অনেক পছন্দের একটি খাবার। সরিষা দিয়ে কচুর লতি রান্নার পদ্ধতি আপনি খুব ভালোভাবেই আমাদের কাছে উপস্থাপনা করছেন যে কেউ আপনার এই লেখা দেখে খুব সহজেই মুখরোচক এই রেসিপি তৈরি করতে পারবে।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ সরিষা দিয়ে কচুর লতি রান্নার পদ্ধতি আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
ঠিকই বলেছো কচু লতি কাটতে অনেক সময় লাগে। আমার নিজেরও কচুর লতি কাটতে একদম ভালো লাগেনা। এত সময় লাগে বলেই বৌদি আগের দিন রাতে সব কেটে রেখেছিল।
আর এটাও ঠিক যে রান্না করতে যতটা সময় লাগে খাওয়ার সময় ঠিক ততটাই কম লাগে। আর খুব মুখরোচকও হয়।
তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
এখন বৌদি আছে বলেই তো বাড়ির সব কাজ মাশাল্লাহ সব সময় তিনিই করে থাকেন। বৌদি হাতের রান্না সম্পর্কেও মাঝে মাঝে আমাদের মধ্যে উপস্থাপনা করিয়েন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের খুব সুন্দর এসে রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।