"শীতের সকাল"

in Incredible Indiayesterday
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

IMG_20241122_094054.jpg

আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমার আজকের বিষয় হল শীতের সকাল।

পৌষ এবং মাঘ দুই মাস শীতকাল তখন কুয়াশা কারণে প্রাকৃতিক পরিবেশ সকল কিছু ডেকে যায় বেশিরভাগ কুয়াশা শীত সমুদ্রর কাছাকাছি কিছু জেলা বা গ্রামে বেশিরভাগ শীত সকালটা সুন্দর হয় ওখানে দুই থেকে তিন দিন আরো বেশি রোদের দেখা একদমই পায় না শুধু কুয়াশার মধ্যেই থাকতে হয়।

হাওর অঞ্চলে গাছপালা পাতাহীন হয়ে পড়ে নদ-নদীতে স্রোতের তীব্রতা হাসপাই সকালে যখন ঘন কুয়াশা সবকিছু ডেকে যায় তখনই প্রাকৃতিক অপূর্ব সুন্দর মনে হয়।

IMG20241122060840.jpg
শীতের সকালে প্রাকৃতিক ঢাকা সাদা চাদরে

টিনের চালে গাছের ডালে গাছের ডগায় শিশির বিন্দু জমে থাকার কারণে টপ টপ শব্দ করে শীতের সকালে চারা আর কখনো দেখা যায় না ঘন সাদা চাদর মোড়ে থাকা প্রাকৃতিক বুকে মুক্ত হওয়ার মতো ফুটে থাকা শিশির বিন্দু গুলো চিক চিক করে প্রাকৃতিক হয় উঠে সতেজ।

IMG20241122061049.jpg
শিশির ভেজা গাছের পাতা

শহরের দিকে শীতের সকালটা একটু ভিন্ন রকমই হয় শীতের সকালে শহরবাসী ঘুম বিভিন্ন পাখির কলরবে ভাঙলেও ভাঙ্গে কাকের ডাকে। শীতের সকালটা শহরবাসী ঘুমিয়ে থাক মধ্যে কাটে ।শীতে সকালে তাদের লেপের উষ্ণতা ছেড়ে কাজকর্মে ফিরে যেতে ইচ্ছা করে না যাতে সকালে উঠতেই হয় তবুও ছুটির দিনে বেশ দেরি করে ঘুম থেকে উঠে তাই শহরের লোকেরা গ্রামের মানুষদের মতো শীতের সকালের উপভোগ করতে পারে না।

শহরের ইট পাথরের বাসা বাড়ি ও পিচ ঢালা রাস্তার কুয়াশা আচ্ছন্ন থাকে শিশির ও পরে তবে গ্রামের মতো শিশির ভেজা গাছে ছোঁয়া প্রতীকের মন আনন্দিত হয় না শীতের সকালে উঠে কনকনে ঠান্ডা পানিতে মুখ ধুতে ইচ্ছা করে না বড়দেরও ছোটদেরও।

IMG20241121164542.jpg
সকালে সূর্যের আলোয় আলোকিত প্রকৃতি

শহরের কিছু বাসা বাড়িতে ঠান্ডা কিরকম অনুভব হয় সেটা জানে না। শহরের মানুষদের সূর্যোদয় সূর্য অস্ত দেখা শীতের সকালে কুয়াশা দেখা মন-মানসিকতা নেই ।যান্ত্রিক জীবনে যারা অভ্যস্ত তাদের কাছে এইসব হল আবেগের ব্যাপার ,তবে লোকেরা রং বেরঙের শীতের কাপড়ের মাধ্যমে শীতের সকালে বরণ করে কোড জ্যাকেট সোয়েটার ব্লেজার টুপি চাদর মাফলার প্রাকৃতিক আরামদায়ক পোশাক জড়িয়ে শীতের সকালের নিজ নিজ কর্মস্থলে বেরিয়ে পড়ে।

IMG20241121164647.jpg
সকালে সূর্যের আলোয় আলোকিত আকাশ

রাস্তার পাশে বস্তিতে যারা থাকে তারা শীতের সকালটা মোটামুটি উপভোগ করতে পারে। রাস্তার পাশে দেখা যায় মানুষরা ছোট ছোট আগুনের ধরিয়ে তা সেখানেই বসে আছে।

IMG20241121164258.jpg
শীতের সকালে সূর্যের আলোয় সবুজ ধানক্ষেত গুলো লাল রং দারুন

শীতের সকালের লেপ কম্বলের ভিতর আরামের শুয়ে থাকার মত সুখ আর কিছুতেই পাওয়া যায় না ।শীতের সকালে বিভিন্ন পিঠা দিয়ে নাস্তা করা নানান রকম শীতের । রাস্তার পাশে বা কিছু পাগল অন্যদিকে কনকনে শীতেও জাতের গায়ে দেওয়ার মতো শীত বস্ত্র বা গরম কাপড় নিয়ে যারা রাস্তার পাশে শীতের শীতল বাতাসে শুয়ে থাকে তাদের জন্য শীতের সকাল অনেকটা কষ্টের।😭

আমার মধ্যে যারা গ্রামে থাকে তারা শীতের সকালটা সুন্দরভাবে আমার উপভোগ করতে পারে। আর যারা শহর অঞ্চলে থাকে তারাই ইট পাথর এই শহরে শীতের সকাল টা শুরু হতেই শেষ হয়ে যায়।

IMG20241121164222.jpg
সূর্যের আলোয় লাল টকটকে রং প্রকৃতি

আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 22 hours ago 

প্রথমেই বলি আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি, খুব সুন্দর হয়েছে। তবে এরকম কুয়াশা ভেজা শীতের সকাল খুবই ভালো লাগে। শীতকালে টিনের চালে কিংবা গাছের পাতায় শিশির পড়লে সেটা টপ টপ করে পড়ে দেখতে খুবই ভালো লাগে। তবে ঘাসের আগায় শিশির যখন পড়ে সকালবেলায় সূর্যের আলো যখন ঘাসের উপর পরে দেখতে আরো অসাধারণ লাগে। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 hours ago 

শীতের সকাল দেখতে যেমন সুন্দর ঠিক অনুভব করতেও তেমন সুন্দর লাগে। শীতের সকালে ঘাসের উপর দিয়ে কুয়াশা ভেজা পানি পায়ে লাগলে অনুভূতিটা অন্যরকম লাগে। শীতের সকালে মিষ্টি কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে মুগ্ধ হলাম ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.22
JST 0.037
BTC 98660.69
ETH 3408.24
USDT 1.00
SBD 3.18