Incredible India monthly contest of November #2| Are you for or against online shopping?
আমাদের Incredible India কমিউনিটিতে অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে যে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। আমাদের অনেকেরই পছন্দ ও অপছন্দ আছে শপিং করার দিক থেকে। অনেক মানুষ অনলাইন থেকে শপিং করতে পছন্দ করে আবার কেউ অফলাইন থেকে শপিং করতে পছন্দ করে। যাই হোক এটা সবার নিজস্ব একটি ব্যক্তিগত ব্যাপার। এবং আমি মনে করি শপিংটি ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি ভালো লাগে। কারণ যখনই বাড়ি থাকতে শপিং করতে যেতাম সেখানে গিয়ে মেয়েদের আগমন একটু বেশি দেখতে পেতাম।
যাই হোক আমি আশা করব আমার পছন্দের কথা গুলো আপনাদের মাঝে সুন্দর ভাবে শেয়ার করতে পেরেছি। এবং এই প্রতিযোগিতায় নিয়ম অনুযায়ী আমি আমার কিছু বন্ধুকে আমন্ত্রিত জানাতে চাই তারা যেনো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।@papiya.halder @sifat420 @jahidul21 @rubina203
আমি আর বেশি কথা না বলি তাহলে দেরি না করে চলুন এই প্রতিযোগিতার মূল কথায় চলে যায়।
✅Which shopping style do you prefer, online or offline? Reasons.
Pexels: |
---|
আসলে আমার অফলাইন এবং অনলাইন দুটোই শপিং পছন্দ। কিন্তু আমি যদি নিজে ব্যক্তিগত ভাবে ধরি আমি অফলাইন থেকেই শপিং করার পছন্দ বেছে নেবো। কারণ আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামে। এবং আপনারা সবাই জানেন গ্রামের মানুষেরা খুব বেশি অনলাইন সম্পর্কে জানে না। এবং ছোট থেকে আমি যেহেতু বাজার থেকে শপিং করা দেখেছি । তাই আমার পছন্দ টি অফলাইন থেকে যায়।
এবং যে কোনো শপিং মলে নিজে গিয়ে শপিং করার মজাটাই অন্যরকম। যখন আমি নিজের শপিং করতে যেতাম নিজের কোনো পছন্দের জিনিস নিয়ে কিনতে। তখন আমার সাথে কোন বন্ধু থাকতো বা নিজের পরিবার থেকে বাবা নয়তো মা না হলে বড়ো ভাই থাকতো। তাদেরও একটি পছন্দ অনুযায়ী কোনো জিনিস নিতে পারতাম এটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি অনলাইন শপিং এর চেয়ে অফলাইনে শপিং করাটা অনেক বেশি পছন্দ করি।
✅
Share both the Pros and cons of both shopping styles!
Pexels: |
---|
আসলে অনলাইন এবং অফলাইন শপিং উভয়ের নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে যারা সময়ের মূল্যায়ন করতে চাই তারা অনলাইনে শপিং করতে পছন্দ করেন। আবার যারা নিজে দেখে সরাসরি পছন্দ অনুযায়ী জিনিস নিতে চান তারা অফলাইন শপিং প্রাধান্য দেন। আসলে পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী সঠিক শপিং স্টাইল বেছে নেওয়া বুদ্ধি মানের কাজ।
- সরাসরি দোকানে গিয়ে জিনিস গুলো দেখা এবং মান যাচাই করার সুযোগ পাওয়া যায়। কেনার সঙ্গে সঙ্গেই জিনিস গুলো হাতে পাওয়া যায়। দোকানদারের সঙ্গে সরাসরি কথা বলে বিশ্বাস স্থাপন করা যায়।বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে শপিং করতে গেলে আনন্দ খুঁজে পাওয়া যায়। এবং বিশেষ করে বাড়ির মেয়েদের শপিং করার পাশাপাশি ঘোরাঘুরি হয়। ঘরে বসে থেকে থেকে তাদের মনটা খারাপ থাকলে শপিং করতে গিয়ে আনন্দ খুঁজে পাই।
- বাজারের দোকানে বা শপিংমলে যেতে অনেকটা সময় লেগে যায়। এবং আমাদের বাংলাদেশে শপিং করতে রাস্তার মধ্য উঠলে গাড়ির অনেক বেশি শব্দ শুনতে হয়। তার পাশাপাশি বিভিন্ন বড় দিনে শপিং করতে গেলে মানুষের চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। এবং অনলাইনে হয়তো বা কিছু জিনিসের অফার সব সময় থেকে যায়। সেই অফার গুলো শপিংমলে গিয়ে পাওয়া যায় না। এবং কিছু কিছু সময় জিনিসের দাম নিয়ে সমস্যা হয়।এবং ইত্যাদি।
- ঘরে বসে কেনা কাটা করা যায় বাইরে যেতে সময় নষ্ট করতে হয় না অনলাইনে দেশি বিদেশি জিনিস পত্র এবং বিভিন্ন ক্যাটাগরির জিনিস পাওয়া যায়।যে কোনো সময় এমন কি গভীর রাতেও কেনা কাটা করা সম্ভব এবং জিনিস গুলো আপনার দরজায় পৌঁছে যায় যা বিশেষ করে ভারী বা বড় জিনিস কেনার সময় কার্যকরী হয়ে থাকে। এবং বিশেষ করে আপনার একটি জিনিস অনেক পছন্দের সেই জিনিসটা আপনি অনলাইন থেকে খুঁজে পেতে পারেন।
- বাস্তবে জিনিস হাতে পাওয়ার আগে তার মান এবং চেহারা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। সঠিক সময়ে আপনার জিনিস গুলো আপনি নাও পেতে পারেন। ডেলিভারিতে অনেক সময় লাগতে পারে। আপনার কেনা জিনিস গুলো রিটার্ন দেওয়ার জন্য সব সময় সহজ হয় না। এবং আপনার কেনা জিনিস নেওয়ার জন্য পেমেন্ট করার জন্য অনেক সময় ঝুঁকি থাকে।
✅
Do you have any bitter experience with online or offline purchases? Share
Pexels: |
---|
আসলে অফলাইন বা অনলাইন কেনাকাটা করতে গেলে কম বেশি একটু সমস্যা হয়ে থাকে। তবে আমার সাথে এক বার নয় দুই বার ঘটেছে একই সমস্যা। আমি মালয়েশিয়া আসার পরে অবৈধ ছিলাম। তাই আমি অতি সহজে বাহিরে যেতে পারতাম না। এবং এখানে বেশির ভাগ জিনিস অনলাইন থেকে অর্ডার দেয়া হয়। আমি প্রথম আমার মোবাইলের একটি কভার অর্ডার দিয়েছিলাম। রং ঠিক ছিলো কিন্তু যে মডেলের কভার অর্ডার দিয়েছিলাম সেটি আমার দেয়া হয়নি।এবং পরবর্তীতে আমি একটি হেডফোন অর্ডার দিয়েছিলাম। যার রংটি দিয়েছিলাম আমি কালো কিন্তু এসেছিল সাদা। কিন্তু রিটার্ন দিতে গেলে আমার সময় লাগতো। তাই আমি আর রিটার্ন না দিয়ে রেখে দিয়েছিলাম। সেখান থেকে অনলাইনে আমি খুবই কম শপিং করে থাকি।
যাইহোক বন্ধুরা জানি না আমি এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে।আপনাদের মাঝে সঠিক ভাবে উত্তর দিতে পেরেছি কি না। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি সঠিক ভাবে উত্তর দেয়ার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
TEAM 06
Congratulations!!!
your post has been supported. We support quality posts, good comments anywhere and any tags.
Curated By : @wirngo
@wirngo অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য আপনার সহযোগিতা পেয়ে আমি আনন্দিত।