সহযোগিতার হাত বাড়িয়ে দিন

sunset-1807524_1920.jpg

Source

আমরা বর্তমানে এখানে যারা কাজ করছি তারা বেশিরভাগই অন্যান্য পেশার সাথে নিযুক্ত রয়েছি। কেউ জব করে কেউবা ব্যবসা করে কেউবা অনলাইন সেক্টরে কাজ করেন। কিন্তু সব জায়গায় একটি অজানা অচেনা একটি প্রতিযোগিতা দেখা যায়। যেটা আসলে কোন ধরনের লিখিত কোন প্রতিযোগিতা নয় বরং এটা হচ্ছে নিজেকে ভালো রাখার প্রতিযোগিতা, অন্যকে কিভাবে ছোট করে নিজেকে সবার সামনে উপস্থাপন করা যায়ো কিভাবে নিজেকে বড় দেখানো যায় তেমন একটা অসুস্থ প্রতিযোগিতা পৃথিবীর সব জায়গায় দেখা যায়।

নিজের পরিবারের পরে যদি আমরা কোন মানুষের সাথে সেই সময় কাটাই সেটা হচ্ছে আমাদের অফিসের কলিক কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের কলিক। কিন্তু তারা যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে কিংবা তাদের সাথে যদি আমার সম্পর্ক ভালো না যায় তাহলে কিন্তু আপনি কিংবা আমি কাজ করে সেখানে ভালো কিছু করতে পারবো না। আমরা কেন এরকম করি? নিজেদের কাছে কি কখনো প্রশ্ন ওঠে না? কিন্তু আমরা সবসময় সেই মায়াজাল থেকে বের হয়ে আসতে পারি না। কেন আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই না, কেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি না। এটা যদি সম্ভব হতো তাহলে হয়তো পৃথিবীতে কোথাও মারামারি কিংবা হিংসা বিদ্বেষ দেখা যেত না।

আমরা অনেকেই মনে করি কেন আমি আগে গিয়ে কথা বলব? কেন আমি তার সামনে প্রথমে কথা বলব? এই ধরনের বিষয়ে অনেকেই দেখা যায়। কিন্তু আপনি নিজেকে একটু পরিবর্তন করে দেখুন না, সামনের মানুষটাও দেখবেন আপনার সাথে ভালো ব্যবহার করছেন। আপনার সাথে সহযোগিতা পূর্ণ আচরণ করছে। তাই পরিবর্তনের শুরু করতে হবে নিজের থেকে। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার আশেপাশের সব মানুষেরাও আপনার সাথে সহযোগিতা পূর্ণ আচরণ শুরু করেছে। আপনারা কি মনে করেন এই বিষয়ে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 4 days ago 

আমিও আপনার সাথে সহমত প্রকাশ করলাম হ্যাঁ যেকোনো কাজের ক্ষেত্রে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে পরবর্তীতে অন্যকে পরিবর্তনের জন্য বলতে হবে। কথাগুলো ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 79489.17
ETH 1885.78
USDT 1.00
SBD 0.81