আপনার ছোট সাহায্য অন্য মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়

in আমার বাংলা ব্লগlast year

street-2248101_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আপনাদের সাথে আগেও কয়েকটা পোস্ট করেছি ছোট ছোট ভালো কাজ নিয়ে যেগুলো আমরা চাইলেই করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি। এই ছোট ছোট সাহায্য গুলো আপনার কাছে ছোট হতে পারে হয়তোবা আপনার অত বেশি টাকার প্রয়োজন নেই এই ছোট সাহায্য গুলো করার জন্য। কিন্তু যাকে আপনি করবেন তার কাছে হয়তো অনেক বড় সাহায্য হিসেবেই তিনি পাবেন। মানুষকে সাহায্য করার মতো আত্মতৃপ্তি পৃথিবীতে অন্য কিছুতে আপনি পাবেন না। আজকেও আমি আপনাদের সাথে কিছু ছোট ছোট ভালো কাজ শেয়ার করব যেগুলো আমরা চাইলেই করতে পারি।

আমাদের প্রতিবেশীদের মধ্যে অনেকেই বিধবা মহিলা আছে যার স্বামী মারা গিয়েছে সন্তান রেখে। এমতাবস্থায় সেই মহিলাটি খুবই অসহায় থাকে। কারো কাছে চাইতেও হয়তো পারে না। আপনি চাইলে সে মানুষটিকে আর্থিকভাবে যতটুকু আপনার সামর্থ্য আছে সাহায্য করতে পারেন। তাহলে সে হয়তো বেঁচে থাকার সাহস পাবে তার সন্তানদের নিয়ে। এ কাজটি খুবই মহৎ একটি কাজ। আমাদের প্রতিবেশীদের মধ্যে অনেকেরই সাহায্যের প্রয়োজন হয়।

আমাদের সমাজে অনেক গরিব ও অসহায় বৃদ্ধ পিতা-মাতা আছেন যাদের সন্তান নেই। সে মানুষটা শেষ বয়সে খুবই অসহায় অবস্থায় থাকেন। তাদেরকে আপনি চাইলেই সহায়তা করতে পারেন যতটুকু আপনার সামর্থ্য আছে। এমন মানুষ খুঁজতে হয়তো আপনাকে দূরে যেতে হবে না আপনার চারপাশে খুজলেই পেয়ে যাবেন। যাদের শেষ বয়সে খুবই সাহায্যের প্রয়োজন এবং তাদের পাশের দাঁড়াতে পারলে আপনি আত্মতৃপ্তি ফিল করবেন।

আমাদের সমাজে অনেকেই হাত-পা অথবা এমন কোন শরীরের অঙ্গ থাকে না যার ফলে সে কাজ করে খেতে পারে না। আমরা চাইলেই তাদেরকে যেকোন সহায়তা করতে পারি যেন সে সুন্দর মত বেঁচে থাকতে পারে। এই মানুষগুলোর সহায়তা খুবই প্রয়োজন।

আমাদের প্রতিবেশীদের মধ্যে অনেকেই অনেক ধরনের মারাত্মক রোগে আক্রান্ত থাকেন। এমত অবস্থায় সে মানুষটির খুবই অর্থ সংকটে পড়েন। তাই আমরা চাইলেই সে মানুষটিকে অর্থ সহায়তা করতে পারি অথবা সবার থেকে তার জন্য টাকা সংগ্রহ করতে পারি। তাহলে হয়তো সে ওষুধ এবং তার চিকিৎসা খরচ চালিয়ে যেতে পারবে।

এ সকল সহতা ছাড়ো আমরা আমাদের প্রতিবেশীদের আরো অনেকভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। কারণ সবার আগে আমাদের প্রতিবেশীরা আমাদের থেকে সহায়তা বা সাহায্যের অধিকার রাখে। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি তাদের সহায়তা করা উচিত। তাহলে সবাই সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারব।

ধন্যবাদ।

Sort:  
 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্ট পরে খুবই ভালো লাগলো। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন ছোট ছোট সাহায্য অন্য মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। আজ এমন অনেক হতে দরিদ্র আছে যারা এই বেলা খেতে পারে না অথচ আমাদের সামান্য কিছু দানের মাধ্যমে কিন্তু তারা তাদের অন্য খুঁজে পায়। ধন্যবাদ ভাইয়া মূল্যবান একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন, আশপাশের বিধবা মহিলাদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা লিখেছেন অনেকের মনে এই অনুভূতিগুলো জাগ্রত হওয়া সত্বেও তারা পাশে দাঁড়াতে হিমশিম খায় আপনার এই পোস্ট পড়ার পরে অনেকটাই কনফিডেন্স পাবে।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে এমন অসহায় ও নিরুপায়,রোগাক্রান্ত আমাদের আশেপাশে অনেক।তাদের কে আমরা আমাদের সাধ্যমত সাহায্য সহয়তা করতে পারি।খুব সুন্দর কথা গুলো আপনি আজ তুলে ধরেছেন পোস্টে। ধন্যবাদ সুন্দর পোস্ট টির জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67