মা এর কোনো বিকল্প হয় না
কেমন আছেন সবাই? ঘড়িতে এখন সকাল ৮:২০। ফেসবুক টা বেশ কদিন খোলার সময় পাই নি। আজ সকালে উঠে ফেসবুক খুলে বেশ কিছু পোষ্ট লাইক করতে গিয়ে, আমার অফিস সহকর্মীর একটা পোস্ট এ গিয়ে চোখটা আটকে গেলো; গতকাল তার জন্মদিন ছিল।
সেই ব্যাপার নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছে, তার ই মধ্যে একটা পোস্ট এ সে তার মায়ের তার জন্যে জন্মদিন এ রান্না করা কিছু খাবার এর ছবিও পোষ্ট করেছে।
এই ছবিটাতে এসে আমার মনে হলো, পৃথিবীর সব পাওয়ার থেকেও শ্রেষ্ঠ প্রাপ্তি হলো মা কে পাওয়া।
কথাতেই তো বলে কুসন্তান যদিও হয়, কুমাতা কভু নয়।
জানেন আমার কিন্তু যাদের প্রচুর অর্থ আছে তাদের দেখে কখনো মনে কোনো হিংসে আসে না, কিন্তু কেউ তার মায়ের থেকে আদর ভালোবাসা পাচ্ছে এটা দেখলে হিংসার থেকেও কষ্ট বেশি হয়।
আচ্ছা ঈশ্বর তো সবাইকেই মা দেয়, তাহলে সময় এর আগে কিছু মায়েদের নিজের কাছে ডেকে নেয় কেনো?
লিখতে লিখতে চোখটা কেমন ধোঁয়াটে হয়ে গেলো।
আজ ও তার ভাগের চোখের জল টা তুলে রাখতে পেরেছি।
যেখানেই থাকো মা, ভালো থেকো।
আমি যেনো তোমাকেই প্রতি জনমে নিজের মা হিসেবে পাই।
এই চাহিদাটা বোধ হয় শুধু আমার একার নয়, প্রতিটা মানুষ তার নিজের মা কেই পুনরায় ফিরে পেতে চায়।
মা থাকলে সত্যি বোধ হয় জীবনটা অন্যরকম হতো।
কারণ মা হলো জীবনের পাঠশালার শিক্ষিকা, যে আমৃত্যু তার সন্তানকে জীবনের পাঠ পড়িয়ে যায়।
যাদের মা আছে তাদের কাছে অনুরোধ, দয়া করে নিজের মা কে কখনো কষ্ট দেবেন না। অনেক সময় রাগ এর মাথায় আমরা এমন অনেক কথাই বলে ফেলি যেটা হয়তো কখনোই বলা উচিত নয়, বিশেষ করে মা কে।
এই একটা সম্পর্ক যেটা প্রত্যাশা বিহীন, যাদের মা আছে তারা সত্যি ভাগ্যবান, ভাগ্যবতী। কাজেই নিজের মাথাগরম টা সবসময় মা এর উপরে চাপিয়ে দেবেন না, কারণ দিন শেষে সেও কিন্তু মানুষ।
ভালো থাকবেন সবাই।
@sduttaskitchen মায়ের জন্য লেখা, তাই খুব ভালো, সুন্দর লিখেছেন এগুলো বলাই বাহুল্য। শুধু এইটুকুই বলব মা, আমি তোমায় বড়ো ভালোবাসি। ভালো থেকো।
তুমিও সব সময় ভালো থাকো।