কোরবান মনের পশুকেই দিতে হয়
আসসালামু আলাইকুম!
আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সম্প্রতি আমাদের হয়ে গেলো,পবিত্র ঈদুল আজহা। যেটিতে কম বেশি সবাই অংশ নিয়েছেন। মুলত এই কোরবান করা হয়ে থাকে,মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এখানে আমরা লোক দেখানো কিংবা নিজেদের বড়ত্ব প্রকাশ করার জন্য কিছু করি না। এই কোরবানের দ্বারা আমরা সবাই পারস্পর একটি সু সম্পর্ক গড়ে তুলি। উঁচুনিচু ভেদাভেদ ভুলে যায়। নিজেদের অহংকার থেকে মুক্ত হতে,এবং মহান রবে প্রতি কৃতজ্ঞ হতে,কোরবানের পশু জবাইয়ের মাধ্যমে, মনের যে হিংসা,ভেদাভেদ আছে সেটাও কোরবানি দিতে হবে,তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে।
ভালো থাকবেন,সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।
Sort: Trending
Loading...