আজ গুনাহ মাফের দিন। ১০% carepoint70
আমাদের চলার পথে বহু ভুল ভ্রান্তি লক্ষ্য করা যায়। বান্দা হিসেবে মহান আল্লাহর কাছে চাইলে অবশ্যই ক্ষমা পাওয়া যাবে।
এজন্য দরকার একনিষ্ঠতা আমরা প্রতি সপ্তাহে এমন একটা দিন পাই,যেটা কিনা আমরা খুব সহজে নিজেদের ভুলের ক্ষমা চেয়ে পার পেয়ে যাবো।
অথচ আমরা খুব বেশি উদাসীন এই বিষয়ে। কখনো কখনো এমন হয় যে,আমরা নিজের অজান্তেই অনেক বেশি পাপের ভাগীদার হয়ে যায়।
এটার জন্য পরিতাপ করার সেই সুযোগ থাকলেও আমরা কখনো কাজে লাগায় না। এতে করে দিনের পর দিন পাপের বস্তা ভারী হতে থাকে।
কিন্তু শুক্রবারে এমন একটা সুযোগ যা আমরা কাজে লাগিয়ে মহান রবের সন্তুষ্টি লাভ করতে পারি।
অথচ একটাবারও সেই বিষয়ে কর্ণপাত করিনা। তাহলে ক্যামনে আমাদের রব আমাদের ক্ষমা করবেন। এটা কি আদৌ সম্ভব।
আমাদের দরকার অথচ সেটি প্রকাশ করতেছি না। তাহলে কিভাবে নিজেদের পাপ মুক্ত রাখবো। আসুন পবিত্র জুম্মাহ'র বরকত হাসিল করি।