হাতিরঝিল (পর্ব 2) || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যা লো বন্ধুরা কেমন আছ সবাই ? আমি জাকির তোমাদের মাঝে আজকে নিয়ে এসেছি হাতির ঝিলের সুন্দর সুন্দর কিছু ছবি আশা করি ভাল লাগবে । আর ভাল লাগলেই কষ্ট টা সার্থক বলে মনে হবে । তাহলে শুরু করা যাক ।

ছবি নাম্বার #১

Cute-Black-Wallpaper-8-715x1271.jpg

IMG_20211226_145403.jpg

IMG_20220111_175313.jpg

এটা হাতিরঝিলের মুল ফটক । গুলশান ১ গুলশান ২ থেকে এই ফটক দিয়ে হাতিরঝিলে প্রবেশ করা যায়, আসার পর শুরুতেই দেখতে পাবেন শপিং কমপ্লেকস্ নাম তার পুলিশ প্লাজা কি নেই তাতে সব কিছুই পাবেন, বন্ধুরা যদি ভালবাসার মানুষকে নিয়ে আসেন তাহলে পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন কারণ আপনি কোনটা রেখে কোনটা নিবেন তার হিসেব মিলাতে পারবেন না । আহা কি আনন্দ আকাশে বাতাসে ।

ছবি নাম্বার #২

IMG_20220603_095202.jpg

IMG_20220603_183747.jpg

IMG_20220620_095341.jpg

আহারে পেয়ে গেলাম হাতিরঝিলের হাতি এবুঝি হাতিরঝিলের হাতি যার নামে নাম করণ করা হয়েছে, বন্ধুরা কিন্তু না, এ বাস্তবে হাতি নয় , এ হলো হাতির ভাস্কর্য এখানে ছোট হাতি বড় হাতি সব রকমের হাতি আছে । আহা কি আনন্দ আকাশে বাতাসে ।

ছবি নাম্বার #৩

IMG_20220620_095502.jpg

IMG_20220620_100522 (1).jpg

এ হলো ওয়াটার বাস কাউন্টার এখান থেকে সারিবদ্ধ ভাবে টিকেট কেটে ওয়াটার বাসে উঠতে হয়, আর এখান থেকে যাওয়া যায় রামপুরা আবার যাওয়া যায় কারওয়ান বাজার, একেক জায়গার একেক ওয়াটার বাস মানে নৌকা, এটা দেখতে খুব সুন্দর তো তাই তার নাম ওয়াটার বাস, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন আশা করি ভাল লাগবে । আহা কি আনন্দ আকাশে বাতাসে।

ছবি নাম্বার #৪

IMG_20220620_100637.jpg

IMG_20220620_100637.jpg

IMG_20220620_101204.jpg

এটা হলো হাতিরঝিলের দ্বীপ যার নাম করণ আমি নিজেই দিয়েছি কারণ এটা একটা দ্বীপের মতোই চারদিকে পানি আর মাঝখানে একটা চর সবুজে সবুজে ভরে আছে চারদিক । তার পাশে আছে ওয়াটার ড্যান্স যাহা রাতের বেলায় চালানো হয় দেখতে আসলেই খুব সুন্দর, আমরা মানুষের ড্যান্স দেখেছি কখনো কি পানির ড্যান্স দেখেছেন? রাতের বেলায় আসলে দেখতে পারবেন, আমি দিনের বেলায় এসেছি তো তাই দেখাতে পারলামনা । অন্য কোন পর্বে নিয়ে আসবো সে পর্যন্ত ভাল থাকুন ।
আহা কি আনন্দ আকাশে বাতাসে ।

ছবি নাম্বার #৫

IMG_20220623_131938.jpg

IMG_20220623_132728.jpg

IMG_20220623_131739.jpg

IMG_20220623_132740.jpg

এটা হল বোড যা ভাড়ায় চালিত । চাইলেই ভাড়া করে সাইকেলের মত পেট্রোল মেরে চালানো যায় । যদিও আমি ভাল করে ছবিটা তুলতে পারিনি কারণ গেট বন্ধ, গেট বিকেলে খুলবে । আর খাওয়ার সুব্যবস্থা ও আছে চাইলেই হাতের নাগালে সব কিছু পাওয়া যায়, তবে কোন রকম হকার প্রবেশ নিষিদ্ধ ।

ছবি নাম্বার #৬

IMG_20220623_131347.jpg

IMG_20220623_141440.JPG

এ হল একজন বুড়া মানুষ । যার কোন শখ আহ্লাদ বলে কিছু নেই, যখন যা করে সেটাই তার শখ
তার ফেভারিট কোন খাবার নেই যখন যা পাই তাই খাই তবে সিংগারাটার প্রতি কিছুটা দুর্বল । গান অনেক ভালবাসে প্রিয় শিল্পী আধুনিক গানের এস ডি রুবেল । ব্যান্ড শিল্পী নগর বাউল জেমস্, প্রিয় গান আধুনিক এস ডি রুবেলের আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে ।

ব্যান্ডঃ প্রিয় গান, যে দিন বন্ধু চলে যাব শিল্পী জেমস্
আর সেই বুড়া লোকটাই সেই আমি ।
আজ এই পর্যন্তই আগামীতে কথা হবে অন্য কোন পর্বে অন্য কোন জায়গায় সেই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন আমার বাংলা ব্লগের সাথে থাকুন ।
আর হ্যা রাস্তা পারাপারে সতর্ক থাকুন যত সম্ভব ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন, আল্লাহ হাফেজ
আহা কি আনন্দ আকাশে বাতাসে ।

Device : Vivo Y91C;
Location

Sort:  
 3 years ago 

আমার এই জাতীয় পোস্ট গুলো খুবই বেশি ভালো লাগে। আর ভাললাগার পেছনে বিশেষ কারণ এই যে, নতুন করে অচেনা বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারি।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86892.77
ETH 2372.74
USDT 1.00
SBD 0.67