হর কি পৌরি ঘাটের গঙ্গা আরতির ভিডিওগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।কিছুদিন আগে আমি হরিদ্দার ঘাটের কিছু মুহূর্ত তুলে ধরেছিলাম ।আজকে আমি হরিদ্বার ঘাটে আরতির কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
গঙ্গার ঘাটে আরতি এমনিতেই সব জায়গায় খুব পবিত্র এবং আকর্ষণীয়। এই হরিদ্বার গঙ্গার ঘাটে আরতি দেখতে এত লোকের ভিড় হয় যা না দেখলে বিশ্বাস করা যাবে না । যেহেতু অনেকটা বড় জায়গা জুড়ে সেহেতু অনেক লোক এখানে ভিড় করে ।এখানে দাড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। তবে যাই হোক এখানে খুব সুন্দর ভাবে গঙ্গা আরতি করা হয় যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এমনকি যারা দেখতে পায়না তাদের জন্য একটা বড় স্মার্ট টিভির ব্যবস্থা করা আছে যেখান থেকে সমস্ত লোক সেই আরতি দেখতে পায় ।
হর কি পৌরি ঘাটের গঙ্গা আরতি
প্রায় ৪০ মিনিটের কাছাকাছি সেই আরতি হয় এবং সেই আরতিতে গঙ্গা মাকে পুজো করা হয়।এই গঙ্গার আরতি দেখার জন্য সবাই দুপুর তিনটা থেকে বসে থাকে কিন্তু এই আরতি শুরু হয় সন্ধ্যে ছটায়। তাহলে বুঝতেই পারছেন কি পরিমান লোক এখানে ভিড় করে এই গঙ্গা আরতি দেখার জন্য। আমিও যখন এখানে এসেছিলাম ভাবতে পারিনি যে আরতি দেখতে পাবো ,অনেক কষ্ট করে অনেক ভিড় ঠেলে কাছ থেকে দেখতে পেয়েছিলাম। তাই সেই আরতির কিছু অংশ ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরছি।
তাছাড়াও এই আরতি শেষ হয়ে যাবার পর সকল মানুষ গঙ্গা-মাকে ফুল, ধূপকাঠি এবং মিষ্টি দিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেয় । এইভাবে সকলের গঙ্গা পূজার সম্পূর্ণ হয়। এখানে যেহেতু সন্ধ্যে আটটায় সূর্য ডুবে পুরোপুরিভাবে । তাই অনেকটা সময় জুড়ে এই আরতি দেখতে পাওয়া যায় ।আর অনেকটা সময় এই ঘাটে কেটে যায়।
আজ আমি সেই পবিত্র গঙ্গা আরতির ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি সকলের ভালো লেগেছে।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

You've got a free upvote from witness fuli.
Peace & Love!
গঙ্গা আরতির কথা এর আগে হয়তো কারো পোষ্টের মাধ্যমে জেনেছিলাম। আসলে কখনো যে এই দৃশ্য দেখতে পাবো সেটা ভাবতে পারিনি দিদি। ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত ভিড়ের মাঝেও আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন দেখে সত্যিই ভালো লাগলো দিদি।
হর কি পৌরি ঘাটের গঙ্গা আরতির সুন্দর মুহূর্তের চমৎকার একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ভিডিওগ্রাফিটি দেখে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে আপনার পোষ্টের বর্ণনাগুলো এবং ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ। দারুন একটি ভিডিওগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেশ উপভোগ করলাম দিদি ভাই ভিডিওটি। আমি আসলে ইউটিউবে যেটা দেখেছিলাম, সেটা এখানকার ভিডিও। এবার সম্পূর্ণ নিশ্চিত হলাম আমি।