হর পার্বতী অংকন
হ্যালো,
শুভ মহালয়া, কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি।আজ শুভ মহালয়া আর মহালয়া মানেই বাঙ্গালির মনে এক অদ্ভূত আনন্দের সঞ্চার। মহালয়া মানেই আর ৬দিন পর বাঙ্গালির সব চেয়ে বড়ো পূজো।আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি হলো মহালয়া।মহালয়া হলো পিতৃপক্ষের অন্তিম দিন এবং দেবী পক্ষের সূচনা।মহালয়ার দিন শ্রী রাম চন্দ্র দর্পন করেছিলেন নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে।এবং দর্পন করা শেষ মা দূর্গা কে আহবান জানিয়েছিলেন।এই একদিনেই পিতৃপক্ষের শেষ হয় ও দেবী পক্ষের সূচনা হয়।আর আজকের এই শুভ দিনে আমি হর পার্বতীর মুখচ্ছবির অংকন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
রং |
---|
খাতা |
পেন্সিল |
স্কেল |
১ম ধাপ
প্রথমে আমি একটি খাতা,ও স্কেল নিয়েছিও মাঝ বরাবর একটি দাগ কেটে নিয়েছি।
২য় ধাপ
এখন আমি পার্বতীর অংশটি অংকন করে নিচ্ছি।
৩য় ধাপ
এখন আমি হর মানে মহাদেবের অংশটি অংকন নিচ্ছি।
৪র্থ ধাপ
এখন আমি পূরা মুখচ্ছবি অংকন নিয়েছি।
সম্পূর্ন মুখচ্ছবির অংকন হয়ে গেছে এখন আমি রং করে নিচ্ছি। পার্বতীর মুখের অংশটি হলুদ কালার ব্যাবহার করলামও মহাদেবের অংশটি নীল কালার ব্যাবহার করলাম।
৫ম ধাপ
এখন পুরাপুরি ভাবে আমার হর পার্বতীর মুখচ্ছবির অংকনটির কালার করা ও অংকন করা শেষ হয়ে
গেছে।
এভাবেই আজ শুভ মহালয়ার দিন একটু হর পার্বতী অংকের চেষ্টা করলাম মাত্র। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন,আশা করছি।আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন,নিরাপদ থাকুন। এই কামনায় শেষ করছি শুভ মহালয়া।
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট | অংকন |
পোস্ট তৈরি | @shapladatta |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা,বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
দূর্গা পূজার আগে এরকম একটি পোস্ট দেখে অনেক ভালো লাগলো দিদি। হর পার্বতীর অংকনটা অনেক ভালো লেগেছে দিদি। অনেক সুন্দরভাবে অংকন পদ্ধতিতে আমাদের সাথে শেয়ার করেছেন।
হ্যাঁ দাদা মহালয়া উপলক্ষে হার পার্বতীর মুখচ্ছবির অংকন শেয়ার করেছি আপনাদের মাঝে।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।