সংবর্ধনা
যারা আমার পোস্ট নিয়মিত ফলো করেন তারা জানেন হয়ত আমার একটি ছোট বোন আছে।যার নাম বিন্দু।বিন্দু ২০২২ এর ssc পরিক্ষার্থী ছিল এবং সেই পরীক্ষায় বেশ ভালভাবেই উত্তীর্ণ হয়৷আমাদের থানার সকল পরিক্ষার্থীদের মাঝে ষষ্ঠ স্থান অর্জন করে।
বর্তমানে সে বগুড়ায় লেখাপড়া করছে।আমাদের এলাকার স্থানীয় একটি NGO হীড বাংলাদেশ, SSC পরীক্ষায় ভাল ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করে আজ৷যদিও আমাদের আগেই জানানো হয়েছিল।
এরই প্রেক্ষিতে বিন্দু গতকাল বগুড়া থেকে আসে। তাদের সংবর্ধনা দেওয়ার কথা ছিল আজ সকাল নয়টায়।তাই আমরা সময় মত সেখানে গিয়ে হাজির হই।তবে গিয়ে দেখি মাত্র সব আয়োজন করা হচ্ছে।বুঝলাম দেরি হবে। তারপর আসতে বাকি সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আসতে থাকে।
শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয় একটি আলদা রুমে।আর অভিভাবকদের বাইরে। কারন তারা প্রথমে পরিকল্পনা করেছিল অনুষ্ঠান টি একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করার, কিন্তু নানা জটিলতায় তা করতে পারে নি। তাই তাদের অফিসের ভেতরেই আয়োজন করা হয় ছোট পরিসরে। আর যেখানে শিক্ষার্থীদের বসার জায়গাটি অত্যন্ত ছোট হওয়ায় অভিভাবকদের বাইরে বসানো হয়।
এরপর শিক্ষার্থীদের কিছু ফর্ম দেওয়া হয়,এটি ফর্মালিটি। কারন প্রত্যেক শিক্ষার্থী কে এক কালীন একটি মেধাবৃত্তি দেওয়া হবে।সবাই ফর্ম পূরন করার পর জমা দেয়।ফর্ম জমা নেওয়া শেষে প্রথমে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।রাজনৈতিক নেতারা যেমন আধাঘন্টা বক্তব্য দেবার পর বলেন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি,উনি তেমন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নি।
উনার বক্তব্য আসলেই সংক্ষিপ্ত কিন্তু বক্তব্যের সারসংক্ষেপ জাতির আগামীদিনের ভবিষ্যতদের জন্য অনেক কার্যকরী। এরপর শাখার ম্যানেজার বক্তব্য রাখেন।তার বক্তব্যটি দারুন ইন্টারেস্টিং। উনার বক্তব্য শুনে মনে হল ইনি আসলেই একজন বাগ্মী,যিনি প্রকৃতপক্ষে জানেন কিভাবে শ্রোতার মনোযোগ ধরে রাখতে হয়।উনি বক্তব্যে যেমন উপদেশ দিয়েছেন,তেমনি যাতে কেউ বোরিং ফিল না করে সেজন্য নানা মজার কথা বলেছেন।
উনার বক্তব্য শেষ হলে সবাইকে এক এক করে ডেকে নেওয়া হয় এবং একটি করে ক্রেস্ট ও খাম দেওয়া হয়। খামের ভেতর যে মেধাবৃত্তির টাকা ছিল তা আর নতুন করে বলতে হবে না।যারা জিপিএ পাচ পেয়েছে তাদের ৫০০০/-টাকা এবং জিপিএ চার প্রাপ্তদের ৩০০০/-টাকা দেওয়া হয়েছে।এরপর সবাইকে পুরস্কার দেওয়া শেষ হলে আমি,মা আর বিন্দু ফিরে আসি।
OR
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
আপনার ছোট বোনের রেজাল্টের খবর তো আপনি একটা পোস্ট এ শেয়ার করেছিলেন, সেটা অনেক আগেই পড়েছিলাম। আসলে এইভাবে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পুরস্কার এবং উপবৃত্তির ব্যবস্থা করলে হয়তো তাদের উৎসাহ আরো অনেক বেড়ে যাবে। সংবর্ধনা দেওয়ার এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
হ্যা দাদা এতে তারা আবারো ভালো রেজল্ট করতে উৎসাহিত হয়। ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।
কিছুদিন আগে আমাদের অঞ্চলেও জিপিএ 5 এর সংবর্ধনা হয়েছে। আয়োজন করেছিল ফ্রেশ কোম্পানি। আমার ছোট বোনও জিপিএ 5 পেয়েছিল। যাইহোক আপনার বোনের সফলতায় অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার বোনের জন্য।
ধন্যবাদ আপু দোয়া করবেন।
এনজিও হিড বাংলাদেশের সংবর্ধনা অনুষ্ঠানে আপনার বোনকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল এবং ৫০০০ টাকা পুরস্কৃত করা হয়েছে।এরকম সংবর্ধনা পেতে আসলেই অনেক ভালো লাগে ।আমিও পেয়েছিলাম,এগুলো আসলেই অনেক আনন্দের বিষয়।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।