শুভ জন্মদিন টিনটিন বাবু||

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


picture collected from discord server


প্রথমেই টিনটিন বাবুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।আজকে আমাদের সকলের প্রিয় দাদা বৌদির একমাত্র সন্তান টিনটিন বাবুর পঞ্চম বর্ষের জন্মদিন।তাই দিনটি আমাদের সকলের জন্য খুবই স্পেশাল একটি দিন।এই দিনে দাদা বৌদির কোল আলো করে এসেছিল টিনটিন সোনা।এইতো গত বছর হ্যাং আউট অনুষ্ঠানে আমরা বাবুর চতুর্থ জন্মদিন ভার্চুয়ালি পালন করেছিলাম।একটা বছর যে কতো দ্রুত চলে যায়,সেটা আসলে বুঝতেই পারিনা আমরা।এভাবে এক এক করে দিন,মাস বছর কেটে যায়।মানুষের জীবনের ধাপগুলো ও পেরিয়ে যায়।মানুষের সংক্ষিপ্ত জীবন চারটি ধাপে শেষ হয়ে যায়।শৈশব, কৈশর,যৌবন এবং বৃদ্ধ।আমাদের টিনটিন বাবুও তার জীবনের ধাপগুলো খুব সুন্দর করে অতিক্রম করবে এমনটাই আশা করি। টিনটিন বাবুর জীবনে এই দিনটি রঙিন হয়ে ফিরে আসুক সবসময়।জীবনের সবগুলো স্টেইজ সফলতার সাথে পার করুক বাবু এমনটাই দোয়া থাকবে সবসময়।

আজকে বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন।তিনি আমাদের বাঙালিদের জন্য কতোটা কল্যাণকর ছিলেন,সেটা আমাদের সকলেরই জানা।আজকের একটি সুন্দর সমাজ তার জন্যই আমরা পেয়েছি।আর আমাদের টিনটিন সোনার জন্মদিন ও আজকে।সকলের দোয়া ও ভালোবাসায় বাবুও একদিন বিখ্যাত হবে,এমনটাই প্রত্যাশা আমাদের।দাদা সেই আদর্শেই টিনটিন বাবুকে মানুষ করছেন।ছোট্ট বয়স থেকেই বাবুকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার সবধরনের চেষ্টা দাদা বৌদি করে যাচ্ছেন।একজন মানুষের জীবনে একজন গুরু যেমন পথ প্রদর্শক,ঠিক তেমনি তার বাবা মা ও।তাদের একমাত্র সন্তান একদিন তাদের মুখ উজ্জ্বল করবে সৃষ্টিকর্তার রহমতে।

আজকের দিনে বাবুর জন্য অবিরাম ভালোবাসা।সৃষ্টিকর্তা বাবুর জীবন থেকে সমস্ত বাঁধা বিপত্তি দূর করে তার চলার পথ মসৃণ করে দিবেন ইনশাআল্লাহ।আজকের বিশেষ দিনটি আমরা রাত নয়টায় ভার্চুয়ালি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই মিলে উদযাপন করবো স্পেশাল হ্যাং আউট অনুষ্ঠানে।সেখানে অনুষ্ঠান পর্বে বাবুর জন্য সবাই দোয়া ও ভালোবাসা প্রকাশ করবেন।তাছাড়া গানের সেগমেন্ট ও অন্যান্য আয়োজন থাকবে।সব মিলিয়ে আমাদের আজকের দিনটি খুব সুন্দর কাটবে এমনটাই আশা করছি।সবশেষে বাবুর আগামী দিনগুলোর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু । আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago 

টিনটিন এর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেখানে জন্মদিন উইশ বার্তা পাঠিয়ে দিয়েছেন। শুভ কামনা করেছেন দাদার ছেলের জন্য। দোয়া করব বাচ্চাটা যেন সুস্থ সবল অবস্থায় আমাদের মাঝে সর্বদা থাকে আর এই কমিউনিটির বিশাল একটা দায়িত্ব গ্রহণ করে ভবিষ্যতে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রথমে এই টিনটিন বাবুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি আজকের টিনটিন বাবুকে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইনে সুন্দর করে মনের ভালোবাসা দিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতা লিখিনি ভাইয়া অনুভূতি প্রকাশ করেছিলাম।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 82927.85
ETH 1553.92
USDT 1.00
SBD 0.76